[ad_1]
তেল আভিভ: গাজার হাসপাতালে রকেট হামলার পরেই গত কয়েকদিন ধরে চলতে থাকা সংঘাতে এই প্রথম আন্তর্জাতিক মহলে বেশ কিছুটা চাপে পড়ে গিয়েছে ইজরায়েল। হামাসের দাবি অনুযায়ী, গাজার হাসপাতালে ইজরায়েলের এই হামলায় প্রায় ৫০০ মানুষের মৃত্যু হয়েছে। ইজরায়েল অবশ্য দাবি করেছে, তাদের সেনা নয়, বরং গাজার হাসপাতালে হামলা চালিয়েছে ইসলামিক জিহাদ নামে প্যালেস্তাইনেরই অন্য একটি জঙ্গি গোষ্ঠী। তবে প্যালেস্তাইনের হাসপাতালে এই হামলার ঘটনায় গোটা বিশ্বজুড়েই নিন্দার ঝড় উঠেছে।
এরই মধ্যে ইজরায়েলের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে এ দিন সেদেশে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে প্যালেস্তাইন নিয়ে এ দিন চাঞ্চল্যকর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি প্রস্তাব দিয়েছেন, প্যালেস্তাইনকে ভেঙে দুটি পৃথক রাষ্ট্র করা হোক। কারণ বাইডেনের মতে, অধিকাংশ সাধারণ প্যালেস্তানীয়ই জঙ্গি গোষ্ঠী হামাসের প্রতিনিধিত্ব করেন না।
আরও পড়ুন: পুজোর মুখেই চরম দুঃসংবাদ পেলেন অনুব্রত মণ্ডল! হাজার চেষ্টাতেও হল না সুরাহা
গত ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার পরই প্রত্যাঘাতে নেমেছে ইজরায়েল। এখনও পর্যন্ত দু পক্ষের প্রায় ৩৪৭৮ জনের মৃত্যু হয়েছে৷
জো বাইডেন অবশ্য ইজরায়েলের পাশে দাঁড়িয়েও বেঞ্জামিন নেতানেয়াহুর উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছেন৷ তিনি জানিয়েছেন, প্রতিশোধস্পৃহায় ইজরায়েলিরা যেন অন্ধ না হয়ে যায়৷ তাহলে ৯/১১ হামলার পর আমেরিকা যে ভুল করেছিল, ইজরায়েলও সেই একই ভুল করবে৷
ইতিমধ্যেই সিরিয়া, মিশর, ইরান, জর্ডন, লেবাননের মতো কয়েকটি দেশ গাজার হাসপাতালে হামলার ঘটনায় শোক পালনের সিদ্ধান্ত জানিয়েছে৷ আবার আমেরিকাকে ইজরায়েলের দোসর বলে উল্লেখ করে তোপ দেগেছে ইরান৷ ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ান জানিয়েছেন, সব ইসলামিক দেশগুলির উচিত ইজরায়েলে তেলের জোগানের উপরে নিষেধাজ্ঞা জারি করা৷ পাশাপাশি ইজরায়েলের রাষ্ট্রদূতদের বহিষ্কারের প্রস্তাবও দিয়েছেন তিনি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Israel Palestine war, Joe Biden
Source link