[ad_1]
ইজরায়েল: ঠিক ছিল আগে থেকেই৷ হামাস-ইজরায়েল যুদ্ধে ইজরায়লের প্রতি আমেরিকার সমর্থন সুপ্রতিষ্ঠিত করতে সশরীরে যুদ্ধ বিধ্বস্ত দেশে যাবেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন৷ গেলেনও তাই৷ শুধু তাই নয়, ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর ঠিক পাশটাতে বসে যৌথ সাংবাদিক বৈঠকও করলেন৷ আর সেই বৈঠকে প্রত্যাশিত ভাবেই উঠে এল গাজার হাসপাতালে হামলার প্রসঙ্গ৷ বৈঠকে বাইডেন স্পষ্ট দাবি করলেন, ইজরায়েল নয়, গাজার হাসপাতালে হামলা ঘটিয়েছে, সেখানকারই আরেক জঙ্গি গোষ্ঠী৷
এদিনের বৈঠকে জো বাইডেন জানান, তিনি বিশ্বাস করেন, গাজার আহলি আরব হাসপাতালে গত মঙ্গলবার যে রকেট হামলা হয়েছে, তা ‘অন্য টিম’-এর কাজ৷ তিনি বলেন, ‘‘গতকাল গাজার হাসপাতালে বিস্ফোরণের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত এবং ক্ষুব্ধ। এবং, আমি যা দেখেছি তার উপর ভিত্তি করে, মনে হচ্ছে এটি অন্য দল করেছে, আপনারা নয়৷’’ সেই বৈঠকেও বাইডেনকে বলতে শোনা যায়, ‘‘আমাদের মনে রাখতে হবে যে হামাস প্যালেস্টিনীয়দের প্রতিনিধিত্ব করে না।’’
পরে আরেকটি পোস্টে যুদ্ধ বিধ্বস্ত গাজা এবং ওয়েস্ট ব্যাঙ্কের প্যালেস্টিনীয়দের জন্য ১০০ মিলিয়ন ডলার সাহায্য ঘোষণা করেন জো বাইডেন৷
Let me make myself clear:
The vast majority of Palestinians are not Hamas.
And Hamas does not represent the Palestinian people.
— President Biden (@POTUS) October 18, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Gaza Israel War
[ad_2]
Source link