২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ভর্তি ৩৪১, Somoybulletin

[ad_1]

বরিশাল: গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা বিভাগে মোট ৩৪১ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৪১ জন বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এ নিয়ে গোটা বিভাগের ছয় জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৯৮৩ জন রোগী চিকিৎসাধীন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশালের বানারীপাড়া উপজেলার নমিতা হালদার (৩৫), পিরোজপুরের নাজিরপুর উপজেলার সুলতান (৬৫) ও গোপালগঞ্জ উপজেলার কোটালিপাড়া প্রদীপ (৪৫) শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৩৪১ জন ডেঙ্গুরোগীর মধ্যে ৬৫ জন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ৩৬ জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ দুই হাসপাতালে বর্তমানে ৩১৯ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন।

এছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৩৭ জন, পটুয়াখালীতে ৩৩ জন, ভোলায় ৩০ জন, পিরোজপুরে ৭৪, বরগুনায় ৫৮ ও ঝালকাঠিতে আটজন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোয় ২৯ হাজার ৭৮৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ৬৬৮ জন।

চলতি বছর গোটা বিভাগে ১৩২ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সর্বোচ্চ ৯৬ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন, পটুয়াখালীতে দুইজন, ভোলায় নয়জন, পিরোজপুরে ১২ জন, বরগুনায় পাঁচজন এবং ঝালকাঠির হাসপাতালে একজন এবং অন্যান্য হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বাংলানিউজকে বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না।  

তিনি বলেন, ডেঙ্গুরোগীদের গুরুত্ব দেওয়ার জন্য বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
এমএস/এসআইএ



[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *