গাজীপুরে থানা ভবনের ব্যারাকে ঝুলছিল এসআইয়ের Somoybulletin

[ad_1]

মিল্টন কুণ্ডু

গাজীপুর: গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পশ্চিম থানা ভবনের ব্যারাক  থেকে মিল্টন কুণ্ডু (২৮) নামে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে।

 

টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, টঙ্গী পশ্চিম থানা ভবনের ব্যারাকে থাকতেন এসআই মিল্টন কুণ্ডু। রাতে তার ডিউটি ছিল। কিন্তু তিনি ডিউটিতে আসছিলেন না। একপর্যায়ে তার মোবাইলে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করছিলেন না। পরে থানা ভবনের ব্যারাকে গিয়ে মিল্টন কুণ্ডুর কক্ষের দরজা বন্ধ দেখেন অন্যান্য পুলিশ সদস্যরা। পরে তাকে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এসময় সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় এসআই মিল্টন কুণ্ডুকে ঝুলতে দেখা যায়। পরে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হতাশা থেকে এসআই মিল্টন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।  

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
আরএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *