netherlands makes history in icc world cup 2023 – News18 Bangla Somoybulletin

[ad_1]

ধরমশালা: ইংল্যান্ডকে হারিয়ে দিন কয়েক আগেই আফগানিস্তান নতুন ইতিহাস লিখেছিল, এবার নিজেদের ক্রিকেট নতুন অধ্যায় তৈরি করে নিল নেদারল্যান্ডস৷ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিল ডাচরা৷

দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস লড়াইতে এটাই নিজেদের প্রথম জয় ডাচ বাহিনীর৷ এই ম্যাচের আগে ৭ বার মুখোমুখি হয়েছিল এই দুই দল৷ তার মধ্যে ৬ বার জিতেছিল প্রোটিয়াস৷ এই বছর এপ্রিল মাসেও তারা নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১৪৬ রানে জিতেছিল৷ তবে এদিন তারা হেরে গেল৷ কমলা ব্রিগেড জিতল ৩৮ রানে৷

মঙ্গলবার ধরমশালায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে এদিন খেলা হয় ৪৩ ওভার করে৷ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা৷ শুরুর দিকে অবশ্য নেদারল্যান্ডের ব্যাটসম্যান আয়ারাম -গয়ারামই ছিলেন৷ রাবাদা-জেনসেনের তুখোড় বোলিংয়ের সামনে খাপ খুলতে পারছিলেন না ডাচ ক্রিকেটাররা৷ তবে অধিনায়ক স্কট এডওয়ার্ডসের এদিন যেন অন্য ভাবনা ছিল৷ ৬৯ বলে ৭৮ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন তিনি৷ তাঁর ইনিংস সাজানো ১০ টি চার ও ১ টি ছয় দিয়ে৷

আরও পড়ুন –  Cyclonic Circulation Update: হঠাৎ করেই আবহাওয়ার ভোলবদল, মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়, বড় আপডেট

মূলত তাঁর ব্যাটে ভর দিয়েই এদিন ৪৩ ওভারে ৮ উইকেটে ২৪৫ রান করে৷ এদিকে রান তাড়া করতে নেমে কুইন্টন ডি কক এবং তেম্বা বাভুমা দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান৷ ৩৯ রানের মধ্যে ২ উইকেট খোয়ায়। কিন্তু তখনও কেউই ভাবেননি যে দক্ষিণ আফ্রিকা হেরে যেতে পারে৷ ৪২.৫ ওভারে ২০৭ রানে প্যাকআপ হয়ে যায় প্রোটিয়া ইনিংস৷

হেনরিক ক্লাসেনকে আউট করে দেন লোগান ভ্যান বিক ৷ ১৯ তম ওভারে ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নিতে শুরু করে নেদারল্যান্ডস৷ নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে তাঁরা৷ একমাত্র কেশব মহারাজের ৩৭ বলে ৪০ ছাড়া বাকি সবাই ফেলুরাম!

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে প্রথম জয় নেদারল্যান্ডসের৷ এ এক নতুন ইতিহাসের ভোর৷ ৩৮ রানে জিতল নেদারল্যান্ডস৷ এদিনের বৃষ্টিবিঘ্নিত ম্যাচ নির্ধারিত সময়ের প্রায় ২ ঘণ্টা দেরিতে খেলা শুরু হয়েছিল৷

Published by:Debalina Datta

First published:

Tags: ICC World Cup 2023, South Africa

[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *