ফের জোরালো ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান, ভয়ঙ্কর বিপর্যয়ের রেশ না কাটতেই বাড়ছে আতঙ্ক again earthquake of magnitude 4.3 hits afghanistan – News18 Bangla Somoybulletin

[ad_1]

আফগানিস্তান: আবারও ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান৷ লাগাতার জোরালো ভূমিকম্পে বিরাট ধাক্কা৷ মঙ্গল সকাল ১১ টা ৪৪ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৪.৩। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রের খবর, ভূমিকম্পের গভীরতা ছিল ১৫০ কিলোমিটার৷

এক সপ্তাহের মধ্যে পরপর ৩ বার ভূমিকম্পে কেঁপে উঠেছে আফগানিস্তান৷ রবিবার সকা ৯টা ০৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। ভূগর্ভের ৬.৩ কিলোমিটার গভীর থেকে ছড়িয়ে পড়ে কম্পন। গতকালের কম্পনে এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কমপক্ষে ১০০ জন। এক সপ্তাহের মধ্যে পরপর ভূমিকম্পে বিরাট আতঙ্ক তৈরি হয়েছে৷

আরও পড়ুন- অন্তঃসত্ত্বা শুভশ্রীকে ঘটা করে ‘সাধ’ খাওয়ালেন মিঠুন, চোখে জল অভিনেত্রীর, কারণটা কী?

আরও পড়ুন- ভারত-পাক ম্যাচ ছেড়ে অনুষ্কার ছবি তুলতে ব্যস্ত অরিজিৎ সিং! ব্যাপারটা কী? গায়কের কীর্তি ভাইরাল হতেই যা হল…

এর আগেও ৭ অক্টোবর পর পর ভূমিকম্প অনুভূত হয়েছিল৷ হেরাট প্রদেশের বিস্তীর্ণ পার্বত্য অঞ্চল কার্যত সমতলে পরিণত হয়ে গিয়েছিল৷ তীব্রতা এতটাই বেশি ছিল, যা আগে কখনও অনুভূত হয়নি৷ তারপর ফের কেঁপে উঠল আফগানিস্তান৷ পরপর আফিগানস্তানের বিভিন্ন জায়গায় ভূমিকম্পে প্রবল ক্ষয়ক্ষতি হচ্ছে৷ সপ্তাখানেক আগের ভূমিকম্পে প্রচুর মানুষ মারা যায়৷ ঘর-বাড়িরও প্রচুর ক্ষতি হয়৷ প্রায়শই শক্তিশালী ভূমিকম্প আছড়ে পড়ছে আফগানিস্তানে৷ তবে আজকের ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি৷

Published by:Riya Das

First published:

[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *