Indian woman in Pakistan: পাকিস্তানে গিয়ে ফতিমা হলেন ভারতের অঞ্জু, স্বামী-সন্তান ছেড়ে বিয়ে করলেন প্রেমিককে Somoybulletin

[ad_1]

ইসলামাবাদ: প্রেমিকের টানে স্বামী সহ দুই সন্তানকে ছেড়ে রীিতমতো ভিসা বানিয়ে ভারত থেকে পাকিস্তানে গিয়েছিলেন৷ এবার ইসলাম ধর্ম গ্রহণ করে পাকিস্তানি প্রেমিককেই বিয়ে করলেন রাজস্থানের গৃহবধূ অঞ্জু৷ ধর্ম পরিবর্তনের পর তাঁর নতুন নাম এখন ফতিমা৷

যদিও পাকিস্তানে যাওয়ার খবর সামনে আসার পর ৩৪ বছর বয়সি অঞ্জু দাবি করেছিলেন, পাকিস্তানে তাঁর ২৯ বছর বয়সি বন্ধু নাসিরুল্লার সঙ্গে দেখা করে খুব শিগগিরই ভারতে ফিরে আসবেন তিনি৷ এর একদিনের মধ্যেই অবশ্য পেশওয়ারের একটি আদালতে কড়া পুলিশি প্রহরার মধ্যে অঞ্জু এবং নাসিরুল্লার নিকাহ সম্পন্ন হয়৷ তার আগে অবশ্য ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন অঞ্জু৷

আরও পড়ুন: আমদানি-রফতানি নিয়ে বড় বদল, ভারত ও বাংলাদেশ এবার ডলারে নয় রুপিতে করবে ব্যবসা

পাকিস্তানে যাওয়ার পর প্রথমে অঞ্জুকে আটক করেছিল পুলিশ৷ পরে অবশ্য তাঁর কাছে থাকা যাবতীয় নথি পরীক্ষা করে অঞ্জুকে ছেড়ে দেওয়া হয়৷ তা সত্ত্বেও অঞ্জু ওরফে ফতিমাকে চোখে চোখে রেখেছে পাকিস্তানের পুলিশ প্রশাসন৷ বিয়ের আগে গতকাল কড়া পুলিশি প্রহরার মধ্যেই ঘুরতে বেরোন অঞ্জু এবং নাসিরুল্লা৷

কে এই অঞ্জু?

৩৪ বয়সি অঞ্জু রাজস্থানের ভিওয়ান্ডির বাসিন্দা ছিলেন৷ সেখানেই স্বামী এবং দুই ছেলেকে নিয়ে সংসার ছিল তাঁর৷ ২০১৯ সালে সামাজিক মাধ্যমে তাঁর সঙ্গে পাকিস্তানের বাসিন্দা নাসিরুল্লার পরিচয় হয়৷ এর পরেই দু জনের মন দেওয়া নেওয়া হয়ে যায়৷ শেষ পর্যন্ত পাকিস্তানে গিয়ে নিজের প্রেমিকের সঙ্গে ঘর বাঁধার সিদ্ধান্ত নেন অঞ্জু৷ সেই মতো ভিসাও বানিয়ে ফেলেন তিনি৷ ওয়াঘা- আটারি সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করেন অঞ্জু৷

তবে অঞ্জু যে পাকিস্তানে যাচ্ছেন তা ঘুণাক্ষরেও টের পাননি তাঁর স্বামী অথবা দুই সন্তান৷ অঞ্জুর এক ছেলের বয়স ১৫ বছর, ছোটটির বয়স ৬ বছর৷ যদিও নিজের সন্তানের টানও অঞ্জুকে আটকে রাখতে পারেনি৷ জয়পুর যাচ্ছেন বলে নিজের বাড়ি থেকে কয়েকদিন আগে বেরোন অঞ্জু৷

কী করেন অঞ্জুর বর্তমান স্বামী?

অঞ্জুর বর্তমান স্বামী নাসিরুল্লা শেরিঙ্গালের বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক৷ স্থানীয় প্রশাসনকে নাসিরুল্লা হলফনামা দিয়ে দাবি করেছিলেন, তাঁদের বন্ধুত্বের মধ্যে কোনও প্রেমের সম্পর্ক নেই৷ ২০ অগাস্ট অঞ্জু ভারতে ফিরে আসবেন বলেও দাবি করেন নাসিরুল্লা৷

নাসিরুল্লা পাকিস্তানের আপার ডির জেলার বাসিন্দা৷ সেখানকার এক পুলিশ অফিসার মুস্তাক খান জানিয়েছেন, অঞ্জুর সঙ্গে থাকা সমস্ত নথিই যথাযথ ছিল৷ এক মাস পাকিস্তানে থাকার ভিসা নিয়ে সেদেশে গিয়েছেন তিনি৷ মুস্তাক খান বলেন, ভালবাসার টানে অঞ্জু নয়াদিল্লি থেকে পাকিস্তানে এসেছেন এবং খুবই আনন্দে আছেন৷

কয়েকদিন আগেই অঞ্জুর মতোই তিরিশ বছর বয়সি এক পাকিস্তানি মহিলা সীমা হায়দার তাঁর ২২ বছর বয়সি ভারতীয় প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে ভারতে অনুপ্রবেশ করেছিলেন৷ সীমাও চার সন্তানের মা৷ পাবজি গেম খেলতে খেলতে ২০১৯ সালেই সচিন নামে ওই যুবকের পরিচয় হয় সীমার৷

Published by:Debamoy Ghosh

First published:

Tags: Pakistan

[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *