World Cup 2023: নেদারল্যান্ডসকে হেলায় হারাল পাকিস্তান, তবে ভারত খুশি পাকিস্তানের খামতি খুঁজে পেয়ে Somoybulletin

[ad_1]

কলকাতা: হায়দরাবাদে নিজেদের অভিযানের উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসকে ৮১ রানে হারিয়ে সহজ জয় পেয়েছে পাকিস্তান। হ্যারিস রউফের তিন উইকেটের সাহায্যে পাকিস্তানের বোলাররা নেদারল্যান্ডসকে ২০৫ রানে গুটিয়ে  দেয়৷  পাকিস্তানের সৌদ শাকিল ৬৮ রান করে প্লেয়ার অফ দ্য ম্যাচ হন৷

এদিন প্রথমে ব্যাট করে পাকিস্তানও পুরো ওভার ব্যাট করতে পারেনি৷  এর আগে, বাস ডি লিডে ৪ উইকেটের স্পেল পাকিস্তানকে বড় ধাক্কা দেয়৷ তিনি ৬২ রানে ৪ উইকেট নেন৷ এর ফলে ৪৯ ওভারে নেদারল্যান্ডস পাকিস্তানকে ২৮৬ রানে  প্যাকআপ করে দেয়। প্রথমে ব্যাট করতে পাকিস্তানকে পাঠায় নেদারল্যান্ডস৷ পাকিস্তানের হয়ে মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল ৬৮  করে রান করেন। তার আগে অবশ্য নেদারল্যান্ডের বোলারদের ধাক্কায় একসময়ে ৩ উইকেটে ৩৮ হয়ে গিয়েছিল৷ সেই সময়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন ফকর জামান, ইমাম উল হক, বাবর আজম৷

Published by:Debalina Datta

First published:

Tags: Cricket world cup 2023, ICC World Cup 2023, Pakistan, World cup 2023



[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *