ভারতীয় হকিতে সোনালী দিন, সোনা জয়ের পর ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী Somoybulletin

[ad_1]

এশিয়ান গেমসে ভারতীয় হকি দল সোনা জয়ের পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন। ফাইনালে জাপানকে ৫-১ গোলে হারিয়ে মনপ্রীত সিং, হরমনপ্রীত সিংরা। ঐতিহাসিক সাফল্যের পর শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশের হৃদয় ভারতীয় হকি দল জিতে নিয়েছে বলে এই জয়কে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী।

নিজের এক্স অ্যাকাউন্ট (পূর্বে ট্যুইটার)-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন,”এশিয়ান গেমসে আমাদের পুরুষ হকি দলের এই গোল্ড মেডেল জয় করে দেশবসীর স্বপ্নপূরণ করেছে। এই অসাধারণ পারফরম্যান্সের জন্য দলকে অভিনন্দন। এই দলের অটল প্রতিশ্রুতি, আবেগ এবং সমন্বয়ের প্রমাণ। শুধু খেলাই নয় অগণিত ভারতীয়দের হৃদয় জয় করে নিয়েছে। এই বিজয় তাদের চেতনার প্রমাণ। আগামির জন্য শুভ কামনা।”

Published by:Sudip Paul

First published:

Tags: Asian Games, Gold Medal, Indian Hockey Team, PM Narendra Modi



[ad_2]
Source link