কাচের মতো স্বচ্ছ, পায়ের সংখ্যা ৪৮৬, নেই চোখ, কী ভয়ানক কাণ্ড, নতুন প্রাণীকে নিয়ে তুলকালাম – News18 Bangla Somoybulletin

[ad_1]

কলকাতা: ছোটবেলায় বইয়ে এই ধরণের প্রাণীর কথা সকলেই পড়েছেন৷ সন্ধিপদী প্রাণীর কথা সকলেই জেনেছেন৷ এ বার তেমনই একটি প্রজাতির সন্ধান পেলেন বিজ্ঞানীরা৷ সেই প্রাণীটির মোট ৪৮৬টি পা৷ দেখতে কাঁচের মতো স্বচ্ছ৷ যা দেখে চমকে গিয়েছেন অনেকে৷

এটিকে নতুন একটি প্রাণী বলে চিহ্নিত করা হয়েছে৷ একটি পেপার ক্লিপের মতো আকারের হলেও এটি দেখতে অনেকটা পেনসিলের মতো৷ অনেকটা জিলিফিসের প্রকৃতির মতো এর শরীর৷ এগুলি মাটির চার ফুট তলায় থাকতে পছন্দ করে৷

আরও পড়ুন : ২ লক্ষ টাকায় নিজের সন্তান বিক্রি…? নরেন্দ্রপুরে গ্রেফতার মা! ফাঁস হল ‘বিরাট’ সত্যি

আরও পড়ুন: ‘আত্মীয় হিসাবে নাম মুখ্যমন্ত্রীর!’ গ্রেফতারির সময় করেছিলেন এই কাজ, জামিন পাবেন ‘প্রভাবশালী’ পার্থ?

তবে অবাক করা কথা হল, এই প্রাণীটি চোখে মোটেই দেখতে পায় না৷ একেবারে অন্ধ সে৷ এটির মাথার উপর একটি হর্নের মতো অ্যান্টেনা থাকে৷ এটির পা কেন্নোর মতো, সেই কারণে এটির পায়ের সংখ্যা পৌঁছে গিয়েছে ৪৮৬তে৷

আমেরিকার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হাইকিং এলাকায় একাধিক কফি শপ ও একটি চশমার দোকানের নিচে এই প্রাণীর সন্ধান পাওয়া গিয়েছে৷ লস এঞ্জেলসে পাথরের তলায় এটি পাওয়া গিয়েছে৷ গত জুন মাসের ২১ তারিখে এটি নিয়ে বিস্তারিত তথ্য মিলেছে৷ এটির নাম দেওয়া হয়েছে হর্ন৷

বিজ্ঞানীরা বলছেন, এই সন্ধিপদী প্রাণীগুলি বাস্তুতন্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ এদের ছাড়া বাস্তুতন্ত্র একেবারে অচল৷ গোটা মানব ও উদ্ভিদকূলকে রক্ষা করতে এই প্রাণীকুল বিশেষ ভাবে সাহায্য করে৷

Published by:Uddalak B

First published:

Tags: Science News

[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *