ছাত্র ঐক্য পরিষদের মিছিলে হামলার ঘটনায় মামলা Somoybulletin

[ad_1]

কুমিল্লা: কুমিল্লায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।  

রোববার (১৫ অক্টোবর) রাতে মামলাটি দায়ের করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক তাপস কুমার বকসী।

 

এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ।

গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা নগরের মোগলটুলি এলাকার বাসিন্দা নূর হোসেন স্বপন ও রাজবাড়ি কম্পাউন্ডের মহসিন আহমেদ শিপন।   

মামলার এজাহারে উল্লেখ করা হয়, দুর্গোৎসব নিয়ে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের কটূক্তি, মুন্সীগঞ্জের সংসদ সদস্য মৃণাল কান্তি দাসকে স্থানীয় মেয়রের সাম্প্রদায়িক গালমন্দ করা, হুমকি দেওয়া, কবি রাধারমণকে মারধর করাসহ সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের কুমিল্লা জেলা শাখা ১৩ অক্টোবর সকাল ১০টায় রাণীর বাজারের রামঠাকুর আশ্রমের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে বেলা সাড়ে ১১টায় মিছিল নিয়ে কান্দিরপাড়ে যাওয়ার সময় করভবনের সামনে নজরুল অ্যাভিনিউ এলাকায় পুলিশ মিছিলে বাধা দেয়। বাধা পেয়ে ফিরে আসার সময় হঠাৎ একদল যুবক অস্ত্র, রড, লাঠি, ইট, পাথর নিয়ে মিছিলকারীদের ধাওয়া করে। এসময় তারা মিছিলের নারী-পুরুষদের মারধর করে। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের ব্যানার ছিল। হামলার সময় তারা নিজেদের দলের স্লোগান দিয়েছে।  

মামলার বাদী তাপস বকসী বলেন, আমরা অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনকে আসামি করে মামলা করেছি।

ওসি আহমেদ সনজুর মোর্শেদ বলেন, রাতে আমরা মামলা নিয়েছি। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

৪ অক্টোবর কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পূজা উদযাপন নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ‘মদমুক্ত পূজা’ করার আহ্বান জানিয়ে বক্তব্য দিলে বিতর্কের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে ৮ অক্টোবর বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক মিহির রঞ্জন হাওলাদার স্বাক্ষরিত এক বিবৃতিতে সংসদ সদস্য বাহারের বক্তব্যকে ‘সাম্প্রদায়িক উক্তি’ আখ্যা দিয়ে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ বক্তব্যের প্রতিবাদসহ আরও কয়েকটি দাবিতে গত শুক্রবার (১৩ অক্টোবর) প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ। ওই মিছিলে হামলার অভিযোগ ওঠে মহানগর যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে।  

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *