[ad_1]
আমরা কেবল বেঁচে থাকার জন্য লড়াই করছি। গাজা দখল নয়, আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে হামাসকে নির্মূল করা।
এজন্য আমাদের যা কিছু প্রয়োজন, তাই করব। রোববার সিএনএনকে এসব কথা বলেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান।
গাজা দখল করা হবে ইসরায়েলের বড় ভুল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের এমন মন্তব্যের প্রেক্ষিতে তিনি এসব কথা বলেন।
গাজা উপত্যকায় কার শাসন করা উচিত জানতে চাইলে গিলাদ এরদান বলেন, ইসরায়েল যুদ্ধের একদিন পর কী ঘটবে তা নিয়ে চিন্তা করছে না।
সিবিএস নিউজের সিক্সটি মিনিট অনুষ্ঠানে বাইডেনের মন্তব্যের পর ইসরায়েলের পক্ষ থেকে এসব বক্তব্য আসে।
সিবিএস নিউজের সিক্সটি মিনিট অনুষ্ঠানে বাইডেনকে প্রশ্ন করা হয়- আমেরিকার মিত্র যদি গাজা দখল করে তাহলে আপনি সমর্থন দেবেন কি? জবাবে তিনি বলেন, আমি মনে করি, এটি বড় ভুল হবে।
তিনি আরও বলেন, হামাস সব ফিলিস্তিনির প্রতিনিধিত্ব করে না। তবে সেখানে অভিযান চালিয়ে চরমপন্থিদের বের করে দেওয়া জরুরি।
এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত মাইকেল হারজগ রোববার সিএনএনকে বলেন, সংঘাত শেষ হওয়ার পর ইসরায়েল গাজা দখল করতে চায় না।
তিনি আরও বলেন, আমাদের গাজা দখল করার কোনো ইচ্ছা নেই। ২০ লাখ ফিলিস্তিনিকে শাসন করারও কোনো ইচ্ছা আমাদের নেই।
সূত্র: সিএনএন
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
জেএইচ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
[ad_2]
Source link