[ad_1]
শনিবার এশিয়ান গেমসে সকাল থেকেই খের পর এক পদক আসছে ভারতের ঝুলিতে। মহিলাদের তিরন্দাজিতে সোনা ও ব্রোঞ্জ জেতার পর এবার পুরুষদের তিরন্দাজি থেকেও এল জোড়া পদক। পুরুষদের তিরন্দাজির ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে সোনা ও রুপ দুই ভারতের। সোনা জিতলেন ওজাস দেওতালে। সেই ইভেন্টেই রুপো পেলেন অভিষেক বর্মা। এই জোড়া পদক জয়ের ফলে ভারতের পদক সংখ্যা গিয়ে দাঁড়াল ৯৯।
এদিন পুরুষদের তিরন্দাজির ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টের ফাইনালে লড়াইটা ছিল দুই ভারতীয়র। সোনা ও রুপো দুই নিশ্চিৎ থাকলেও ওজাস ও অভিষেকের মধ্যে কে সোনা আর কে রুপো জেতে সেটাই ছিল দেখার। ফাইনালের দুই ভারতীয় কিন্তু একে অপরকে ছেড়ে কথা বলেননি। হাড্ডাহাড্ডি লড়াই হয় দুজনের মধ্যে। শেষ পর্যন্ত সোনা জেতেন ওজাস দেওতালে ও রুপো জেতেন অভিষেক বর্মা। ফাইনালের খেলার ফল ১৪৯-১৪৭।
???????????? ???????????????????????????????????????? ???????????? ???????????????????????????? ????????????! Triple Gold triumph for the World Champion Ojas Pravin Deotale at the Asian Games 2022!
????Mixed Team.
????Men’s Team.
????Men’s Individual.➡️ Follow @sportwalkmedia for schedule, results, medals and record alerts.… pic.twitter.com/NFaqC2T8Ds
— Team India at the Asian Games ???????? (@sportwalkmedia) October 7, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Archery, Asian Games, Gold Medal
[ad_2]
Source link