পুরুষদের তিরন্দাজির ব্যক্তিগত ইভেন্টে সোনা-রুপো দুই ভারতের, পদক পেলেন ওজাস ও অভিষেক Asian Games 2023 ojas pravin deotale won gold and abhishek sharma won silver medal in Archery men s Individual Compound Event sup – News18 Bangla Somoybulletin

[ad_1]

শনিবার এশিয়ান গেমসে সকাল থেকেই খের পর এক পদক আসছে ভারতের ঝুলিতে। মহিলাদের তিরন্দাজিতে সোনা ও ব্রোঞ্জ জেতার পর এবার পুরুষদের তিরন্দাজি থেকেও এল জোড়া পদক। পুরুষদের তিরন্দাজির ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে সোনা ও রুপ দুই ভারতের। সোনা জিতলেন ওজাস দেওতালে। সেই ইভেন্টেই রুপো পেলেন অভিষেক বর্মা। এই জোড়া পদক জয়ের ফলে ভারতের পদক সংখ্যা গিয়ে দাঁড়াল ৯৯।

এদিন পুরুষদের তিরন্দাজির ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টের ফাইনালে লড়াইটা ছিল দুই ভারতীয়র। সোনা ও রুপো দুই নিশ্চিৎ থাকলেও ওজাস ও অভিষেকের মধ্যে কে সোনা আর কে রুপো জেতে সেটাই ছিল দেখার। ফাইনালের দুই ভারতীয় কিন্তু একে অপরকে ছেড়ে কথা বলেননি। হাড্ডাহাড্ডি লড়াই হয় দুজনের মধ্যে। শেষ পর্যন্ত সোনা জেতেন ওজাস দেওতালে ও রুপো জেতেন অভিষেক বর্মা। ফাইনালের খেলার ফল ১৪৯-১৪৭।

Published by:Sudip Paul

First published:

Tags: Archery, Asian Games, Gold Medal



[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *