Pakistan blast:পাকিস্তানে রাজনৈতিক সভায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ৪৪! আহত শতাধিক Somoybulletin

[ad_1]

পেশওয়ার: একটি রাজনৈতিক দলের সভায় ভয়াবহ বিস্ফোরণে পাকিস্তানে অন্তত ৪৪ জনের মৃত্যু হল৷ আহত হয়েছেন ১২৩ জন৷ সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও প্রায় ১৭ জন৷

রবিবার পাকিস্তানের খাইবার পখতুনখওয়া প্রদেশের জামিয়াত উলেমা এ ইসলাম ফজল বা জেইউআই-এফ দলের কর্মী সম্মেলন চলছিল৷ তখনই এই বিস্ফোরণ ঘটে৷ আফগানিস্তান সীমান্তের একেবারে কাছে বাজাউর জেলায় এই কর্মী সম্মেলনের ডাক দেওয়া হয়েছিল৷ চরম ইসলামপন্থী এই রাজনৈতিক দলের সম্মেলনে প্রায় চারশো কর্মী সমর্থক যোগ দিয়েছিলেন৷

 

শেষ খবর পাওয়া পর্যন্ত, এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি কোনও সংগঠন৷ পাকিস্তানের সেনাবাহিনী সহ নিরাপত্তা বাহিনীর অন্যান্য শাখাগুলি উদ্ধারকাজ এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করছ৷ স্থানীয় একটি হাসপাতালেই আহতদের প্রাথমিক চিকিৎসা করা হচ্ছে৷ যাঁরা গুরুতর আহত, তাঁদের হেলিকপ্টারে পেশওয়ারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷

ঘটনা গভীর শোক প্রকাশ করেছেন জামিয়াত উলেমা এ ইসলাম দলের প্রধান মৌলানা ফজলুর রহমান৷ আহতদের দ্রুত আরোগ্য প্রার্থনা করেছেন তিনি৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে গোটা ঘটনার তদন্তের আবেদন জানিয়েছেন রহমান৷

Published by:Debamoy Ghosh

First published:

Tags: Pakistan

[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *