[ad_1]
ভারত স্বপ্ন দেখে অলিম্পিকের আসর বসবে এই দেশে। সেই স্বপ্নকে বাস্তবায়িত করার ক্ষেত্রে নিজের সমর্থন জানালেন ভারতে আমেরিকার রাষ্ট্রদূত এরিক গারসেটি।
এই মুহূর্তে মুম্বইতে চলছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি-র ১৪১তম বার্ষিক অধিবেশন। ২০২৮ সালে লস এঞ্জেলেস অলিম্পিকে অন্তর্ভুক্ত হতে চলেছে ক্রিকেট। সেই বিষয়ে ভোটাভুটির মাঝখানেই ২০৩৬ সালে ভারতে অলিম্পিকের আসর বসানোর বিষয়ে নিজের সহমত প্রকাশ করলেন গারসেটি।
নিউজ ১৮-এর সঙ্গে কথা বলার সময় লস এঞ্জেলেসের প্রাক্তন মেয়র গারসেটি ক্রিকেট অন্তর্ভুক্তির বিষয়ে বলেন, ‘সারা বিশ্বে ভারতের মতো ক্রিকেটপাগল দেশ আর একটিও নেই। ভারত এবং ভারতবাসীর জন্য এটাই আমাদের দেওয়া দ্রুততম উপহার, বিশেষত যখন মাত্র দু’দিন আগেই তারা পাকিস্তানকে হারিয়েছে।’
আইওসি-র অধিবেশন আয়োজন করার জন্য নীতা আম্বানিরও ভূয়সী প্রশংসা করেন তিনি। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১৪১তম বার্ষিক অধিবেশন চলছে মুম্বইয়ের জিও ওয়র্ড্ক সেন্টারে। আর এর ফলেই ভারতের সুবিধা হয়েছে অলিম্পিক আয়োজনের দাবি পেশ করার ক্ষেত্রে, এমনটা মনে করছেন অনেকেই। গারসেটি বলেন, ‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছি, কোনও রকম সাহায্যের প্রয়োজন হলে, আমি করব।’
গত শনিবার জিও কনভেনশন সেন্টারে মোদি জানিয়েছিলেন, ভারত আন্তরিকভাবে চায় অলিম্পিক আয়োজন করতে। আর সেক্ষেত্রে চেষ্টার কোনও ত্রুটি থাকবে না বলে জোর গলায় সওয়াল করেন তিনি। ১৪১তম আইওসি অধিবেশনের সূচনা করে মোদি বলেন, ভারত চায় ২০২৯ সালের যুব অলিম্পিকের আয়োজন করতে। ভারতীয়রা খুবই উৎসাহী। ২০৩৬ সালের অলিম্পিক ভারতে হলে তা সফল করতে চেষ্টার কোনও ত্রুটি রাখা হবে না।
মোদি বলেন, ‘এটা ১৪০ কোটি ভারতবাসীর স্বপ্ন। আপনাদের সাহায্য নিয়ে আমরা সেটা পূরণ করতে চাই। ২০২৯ সালের যুব অলিম্পিকও আমরা আয়োজন করতে চাই। আমার বিশ্বাস ভারতের দিকে আইওসি সব সময় সাহায্যের হাত বাড়িয়ে রাখবে।’
আরও পড়ুন: মেয়াদ শেষের পরে থমাসকেই আইওসি প্রেসিডেন্ট পদে রাখার অনুরোধ, চাইছেন অধিকাংশ সদস্য
সম্প্রতি ভারতের ক্রীড়া মন্ত্রক ঘোষণা করেছে, অলিম্পিক আয়োজনের জন্য ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন যাতে প্রস্তাব পেশ করতে পারে, সেবিষয়ে সব রকম সহায়তা করা হবে।
এর আগে ২০১০ সালে ভারতে কমনওয়েল্থ গেমস-এর আসর বসেছিল নয়াদিল্লিতে। তাছাড়া, বক্সিং বিশ্বচ্যাম্পিয়নশিপ, এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপের মতো বড় ক্রীড়া প্রতিযোগিতার আসর বসেছে এদেশে। স্বাভাবিক ভাবেই অলিম্পিক নিয়ে একটা বাড়তি উন্মাদনা রয়েছেই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IOC, Olympics, Reliance, Reliance Foundation
Source link