[ad_1]
কলকাতা: এশিয়ান গেমসে এখনও পর্যন্ত সেরা পারফরম্যান্স দিয়েছে ভারত। ভারতীয় ক্রীড়াবিদরা ১৪তম দিনে অর্থাৎ শনিবার ৬টি সোনার পদক-সহ মোট ১২টি পদক জিতেছে। ২৮টি সোনা, ৩৮টি রুপো এবং ৪১টি ব্রোঞ্জ নিয়ে ভারত পদক তালিকায় চতুর্থ স্থানে অভিযান শেষ করেছে।
শেষ দিনে ভারতের পুরুষ ক্রিকেট দল সোনার পদক জিতেছে। অন্যদিকে কাবাডিতে ভারতীয় পুরুষ ও মহিলা দল চ্যাম্পিয়ন হয়েছে। ব্যাডমিন্টনের পুরুষদের ইভেন্টে ভারত সোনা পেয়েছে, আর ভারতীয় তিরন্দাজরা পুরুষ ও মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছে।
এই প্রতিযোগিতায় ভারত অ্যাথলেটিক্সে সর্বোচ্চ পদক জিতেছে। অলিম্পিক ও বিশ্বচ্যাম্পিয়ন নীরজ চোপড়া জ্যাভলিন থ্রো-তে সোনা জিতেছেন।
আরও পড়ুন- ODI WC 2023:ভারতীয় দলে বড় পরিবর্তন!অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কারা থাকতে পারে একাদশে
তিনি ৮৮.৮৮ মিটার থ্রো করে সোনা জিতেছেন। ভারতীয় ক্রীড়াবিদরা এবার অ্যাথলেটিক্সে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। এবার ভারত অ্যাথলেটিক্সে সর্বোচ্চ ২৯টি পদক জিতেছে।
ভারতীয় শ্যুটাররাও চিনে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য প্রচুর প্রশংসা পেয়েছেন। এবার শুটাররা ২২টি পদক জিতেছেন। এর আগে ২০০৬ সালে তাদের সেরা পারফরম্যান্স ছিল ১৪টি পদক।
কম্পাউন্ড তিরন্দাজিতে বিশ্বের ৩ নম্বর ভারতীয় শাটলার সাতবিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টির জুটি পুরুষদের ডাবলসে সোনা জিতে ইতিহাস তৈরি করেছে।
পুরুষদের ডাবলসে এই প্রথম ভারতীয় জুটি সোনা জেতে। ভারত ব্যাডমিন্টনে ৩টি পদক পেয়েছে। কুস্তিতে ভারত জিতেছে ৬টি পদক।
আরও পড়ুন- এশিয়ান গেমসে ভারতের ১০০ পদক জয়, নয়া ইতিহাস লিখল ভারতীয় ক্রীড়াবিদরা
এছাড়াও কিছু ক্রীড়াবিদ ২০২৪ প্যারিস অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছে। ভারতীয় পুরুষ হকি দল সোনা জিতেছে এবং বক্সার নিখাত জারিন, প্রবীণ, প্রীতি এবং লভলিনা ব্রোঞ্জ জিতেছে। তাঁরা সবাই প্যারিস অলিম্পিকের টিকিট বুক করেছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Source link