বিমান ওড়াচ্ছে ১১ বছরের বালক, পাশে মদ্যপানে মজে বাবা! তার পর যা হল… প্রাণ কেঁদে উঠবে আপনারও! – News18 Bangla Somoybulletin

[ad_1]

দায়িত্বজ্ঞানহীনতা কোন পর্যায়ে পৌঁছতে পারে, তার দৃষ্টান্ত হতে পারতেন ব্রাজিলের এক বাসিন্দা। পারতেন, কারণ তিনি আর বেঁচে নেই। বিমান দুর্ঘটনায় ১১ বছরের পুত্র-সহ মৃত্যু হয়েছে তাঁর।

সম্প্রতি ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই ব্যক্তির ভিডিও। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ১১ বছরের এক বালক অদক্ষ হাতে বিমান ওড়াচ্ছে। পাশে বসে ভিডিও করছেন বাবা, তাঁর হাতে ধরা বিয়ারের বোতল। ভিডিও করতে করতেই চুমুক দিচ্ছেন। মনে করা হচ্ছে, এই ভিডিও দুর্ঘটনার কিছুক্ষণ আগের।

আরও পড়ুন: অর্ডার দেওয়া খাবার খাচ্ছে ডেলিভারি বয়! ট্রাফিক সিগন্যালে ঘটল ঘটনা, ভাইরাল ভিডিও

জানা গিয়েছে, গত ২৯ জুলাই ব্রাজিলের বাসিন্দা গ্যারন মাইয়া (৪২) এবং তাঁর ছেলে ফ্রান্সিসকো মাইয়া (১১) তাঁদের ব্যক্তিগত টুইন-ইঞ্জিন বিচক্র্যাফ্ট ব্যারন ৫৮-এ চড়েছিলেন। রন্ডোনিয়া এবং মাতো গ্রাসোর মাঝখানে একটি জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে প্রায় ৯.৯ কোটি টাকার বিমানটি। মৃত্যু হয় দু’জনেরই।

আরও পড়ুন: চাঁদের কক্ষপথে ঢুকে পড়ল চন্দ্রযান-৩, ইতিহাস গড়ার পথে এগোল ভারত

শুধু তাই নয়, স্বামী, পুত্রের মৃত্যুর পর ভেঙে পড়েন গ্যারনের স্ত্রী, মিসেস আনা প্রিডোনিক। ১ অগাস্ট তাঁদের শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরই আনা আত্মহত্যা করেন। তারপরেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে মাঝ আকাশে মদ্যপান করার ভিডিও।

ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, গ্যারন বিয়ার পান করছেন। সেই সময় তাঁর অপ্রাপ্তবয়স্ক ছেলে ব্যক্তিগত বিমানের নিয়ন্ত্রণ তুলে নিয়েছে নিজের হাতে। পাশে বসে ভিডিও করছেন গ্যারন, দিচ্ছেন বিমান ওড়ানোর নির্দেশনাও।

Published by:Sayani Rana

First published:

Tags: Aeroplane, Brazil



[ad_2]
Source link