ভারত-অস্ট্রেলিয়া মহারণ, ম্যাচের আগে এই বিষয় চিন্তায় রাখতে পারে টিম ইন্ডিয়াকে India vs Australia ODI World Cup 2023 Head to head statistics of IND vs AUS can keep the Indian team under pressure ICC World Cup 2023 sup – News18 Bangla Somoybulletin

[ad_1]

চেন্নাই: ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে রবিবার বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে ভারত। ঘরের মাঠে টিম ইন্ডিয়ার জয় দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু দেখার অপেক্ষায় ১৪০ কোটির দেশ। মেগা ম্যাচের আগে আত্মবিশ্বাসী ভারতীয় দলও। এক যুগ পর দেশের মাটিতে ফের একবার বিশ্বসেরা হওয়ার লক্ষ্যে ঝাপাতে চলেছে রোহিত শর্মা, বিরাট কোহলিরা।

তবে বিশ্বকাপের মঞ্চে ব্যাগি গ্রিনদের পরিসংখ্যান কিন্তু খুব একটা আশাব্যঞ্জক নয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রায় ৭০ শতাংশ ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে ভারতকে। পরিসংখ্যান বলছে বিশ্বকাপের মঞ্চে মোট ১২ বার সাক্ষাৎ হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার। তারমধ্যে মোট ৮টি ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া ও ৪টি ম্যাচে জয় পেয়েছে ভারত। তবে বিশ্বকাপের শেষ ৪ সাক্ষাতে ফলাফল ২-২। এর ২০১৯ সালে শেষ বিশ্বকাপেও অস্ট্রেলিয়াকে সহজে হারিয়েছে ভারত।

অপরদিকে, আমরা যদি একদিনের ক্রিকেট ইতিহাসে দুই দলের পরিসংখ্যান দেখি সেখানে ভারতের থেকে অনেকটাই এগিয়ে ব্যাগি গ্রিনরা। এখনও পর্যন্ত একদিনের ক্রিকেটে দুই দল মুখোমুখি হয়েছে মোট ১৪৯ বার। সেখানে ৮৩টি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া ও ৫৬টি ম্যাচ জিতেছে ভারত। ১০টি ম্যাচ অমীমাংসিত। তবে ভারতের মাটিতে পরিসংখ্যানে ৩৯-৩২ ব্যবধানে এগিয়ে ভারতীয় দল। তবে আজ শেষ হাসি কে হাসবে তার উত্তর দেবে রবিবারীয় চিপক।

আরও পড়ুনঃ India vs Australia ICC World Cup 2023: ভারতীয় দলের একাদশে মহাচমক! অস্ট্রেলিয়াকে হারাতে সেরা ‘অস্ত্র’ নামাচ্ছে টিম ইন্ডিয়া

এক ঝলকে দেখে নিন টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (রোহিত শর্মা), ঈশান কিশান, বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার / সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব।

এক ঝলকে দেখে নিন অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারে (উইকেটকিপার), মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা, প্যাট কামিন্স (প্যাট কামিন্স), মিচেল স্টার্ক।

Published by:Sudip Paul

First published:

Tags: ICC World Cup 2023, IND vs AUS, India vs Australia, Indian Team, ODI World Cup 2023

[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *