পর্যটকদের জন্য সুখবর; নতুন আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি হতে চলেছে ভুটানে – News18 Bangla Somoybulletin

[ad_1]

পারো: ভারতের পড়শি ছোট্ট দেশ ভুটান। পর্বতে ঘেরা এই দেশের মনোরম প্রাকৃতিক দৃশ্য একেবারে চোখ জুড়িয়ে দেবে। সমগ্র বিশ্বের ভ্রমণপ্রেমীদের কাছে এ যেন এক আকর্ষণের জায়গা। তবে সীমিত বিমান যোগাযোগের কারণে সাধ থাকলেও অনেকেই এখানে পা রাখতে পারতেন না। আসলে এখন শুধুমাত্র বাগডোগরা, নয়াদিল্লি, কলকাতা, ব্যাঙ্কক, ঢাকা এবং সিঙ্গাপুরের সঙ্গেই সরাসরি বিমান যোগাযোগ রয়েছে ভুটানের। এর সবথেকে বড় কারণ হল, ছোট্ট দেশ ভুটানে মাত্র একটাই আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। তবে এবার ভ্রমণপ্রেমীদের সেই ইচ্ছে অবশ্য পূরণ হতে চলেছে। TOI-এর খবর অনুযায়ী এই দেশেই আরও একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপন হতে চলেছে।

ভুটান ইকোস: দ্রুকিউলস লিটারেচার ফেস্টিভ্যাল ২০২৩-এ বিমান চলাচলের পরিকাঠামোর সম্প্রসারণ প্রসঙ্গে কথা বলেন দেশের পর্যটন বিভাগের ডিরেক্টর জেনারেল দোরজি ধর্দুল। সেখানেই ভারতীয় সীমান্তবর্তী ভুটানের সারফং জেলার গেলেফু-তে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপন করার সিদ্ধান্ত জানান তিনি। যদিও কবে এটা হবে, সেটা অবশ্য নির্দিষ্ট করে না জানিয়েই দোরজি ধর্দুল বলেন, এটা হবেই। আসলে এখানে বিদ্যমান ডোমেস্টিক বিমানবন্দরটিকে আপগ্রেড করা হবে।

আরও পড়ুন– ‘মহারাজা’ থাকছেন, না কি হারিয়ে যাচ্ছেন! এয়ার ইন্ডিয়া-র কর্তারা যা জানালেন, কী বলছেন নতুন লোগো নিয়ে?

প্রসঙ্গত ভুটানে তিনটি ডোমেস্টিক বিমানবন্দর রয়েছে। যথা – বুমথাং, গেলেফু এবং ইয়ংফুল্লা। অবশ্য এই দেশে একটাই মাত্র আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে পারো-তে। তবে এটা বেশ বিপদসঙ্কুল। কারণ পর্বতশৃঙ্গের মাঝে অবস্থিত এই বিমানবন্দরটিতে কয়েক জন সার্টিফিকেটপ্রাপ্ত বিমানচালকই বিমান অবতরণ করার অনুমতি পান।

আরও পড়ুন-মাইক্রোওয়েভ ওভেনে খাবার গরম করা কি নিরাপদ? স্বাস্থ্যের উপর কি কোনও প্রভাব পড়ে? জানুন বিশদে

দোরজি ধর্দুল আরও বলেন যে, ‘‘আমরা সেই সব জায়গার সংখ্যা আরও বাড়াতে চাই, যেখান থেকে ভুটানে সরাসরি বিমানে যাতায়াত করা যায়। কোরিয়া এবং জাপানের পাশাপাশি মুম্বই এবং দুবাইয়ের সঙ্গেও যোগাযোগ গড়ে তোলার বিষয়ে ভাবনাচিন্তা করছি আমরা।’’ প্রায় ২ বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পরে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছিল ভুটানের দরজা। তবে তাতে অবশ্য পর্যটকরা খুশি হতে পারেননি। কারণ রোজকার এসডিএফ আগে ছিল প্রায় ৬৫ ডলার। কিন্তু তা প্রায় তিন গুণ বাড়িয়ে করা হয়েছে ২০০ ডলার। যদিও ভারতীয় পর্যটকরা ভুটানের আন্তর্জাতিক পর্যটকদের তালিকায় পড়েন না। তবে সেপ্টেম্বর থেকে ভুটানে প্রতি রাতের জন্য ভারতীয় পর্যটকদের ১২০০ টাকা করে এসডিএফ দিতে হচ্ছে।

Published by:Siddhartha Sarkar

First published:

Tags: Bhutan

[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *