[ad_1]
বেঙ্গালুরু: বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছিল পাকিস্তান। ভারতের বিরুদ্ধে ম্যাচটা জিততে পারলে বিশ্বকাপে পাকিস্তানের আত্মবিশ্বাস যে আকাশ ছুতো তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আদতে তা হয়নি। ভারতের বিরুদ্ধে লজ্জার হারের সম্মুখীন হতে হয় পাকিস্তানকে। ওডিআই বিশ্বকারে চির প্রতিদ্বন্দ্বি দেশের বিরুদ্ধে ৮-০ করে টিম ইন্ডিয়া।
এমন লজ্জার হারের পর বাবর আজম যে ভেঙে পড়েছেন তা সাংবাদিক বৈঠকেই টের পাওয়া গিয়েছিল। ভাল শুরু করেও কীভাবে হঠাৎ হেরে গেলেন তা বুঝে উঠতে পারেছেন না বলে জানান পাক অধিনায়ক। এরই মধ্যে ১৫ তারিখ ছিল বাবর আজমের জন্মদিন। জীবনের বিশেষ দিনের আগে লজ্জার হার যে সেই আনন্দ অনেকটা ম্লান করেছে তা বলার অপেক্ষা রাখে না।
আহমেদাবাদ থেকে পরবর্তী ম্যাচ খেলতে বেঙ্গালুরুতে পৌছে গিয়েছে পাকিস্তান দল। সেখানেই হোটেলে বাবর আজমের জন্মদিন পালন করা হয়। টিম হোটেলে পৌঁছেই কেক কেটে পালন করা হয়েছে পাক অধিনায়ক বাবর আজমের জন্মদিন। ২৯-এ পা দিলেন বাবর। কেকে কাটার সময় বাবরকে হাততালি দিয়ে শুভেচ্ছ জানায় গোটা দল।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে বাবর আজমের জন্মদিনের ভিডিও সোশ্যাব মিডিয়ায় শেয়ার করা হয়। সেখানে দেখা যায় জন্মদিনের পার্টিতে পাক ক্রিকেটার, হাসান আলির ছোট্ট মেয়ে ও কিছু হোটেল কর্মীও উপস্থিত ছিলেন। হাসান আলির মেয়েকে আদও করেন বাবর আজম। সকলকে কেকে কেটে খাইয়ে দেন বাবর।
প্রসঙ্গত, ভারতের বিরুদ্ধে হারের পর পাকিস্তানের পরবর্তী ম্যাচ আগামি ২০ তারিখ। সেদিন পাকিস্তানের প্রতিপক্ষ ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তার আগে ৪-৫ দিন বাবররা সময় পেয়ে যাচ্ছে নিজেদের ভুল ত্রুটি শুধরে নেওয়ার। অস্ট্রলিয়া ম্যাচে জয়ে ফেরাই এখন বাবরের দলের মূল লক্ষ্য।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Babar Azam, Bengaluru, Birthday, ICC World Cup 2023, India Vs pakistan, ODI World Cup 2023, Pakistan vs Australia
Source link