[ad_1]
চেন্নাই: ভারতীয় দল বিশ্বকাপ ২০২৩ এ আজ নিজেদের অভিযান শুরু করছে৷ প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল অস্ট্রেলিয়া৷ চেন্নাইয়ের চিপকে প্রথম ম্যাচে টসে জিতে অস্ট্রেলিয়া ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল ৷ সন্ধ্যাবেলার দিকে ডিউ ফ্যাক্টর ম্যাচে প্রভাব ফেলবে এমনটাই খবর ওয়াকিবহাল মহলের৷ এদিকে এদিন ম্যাচের সময় দলের সঙ্গেও আসেননি শুভমান গিল৷ বিশ্বকাপ শুরুর সময়েই টিম ম্যানেজমেন্ট এই সংবাদ দিয়েছিল যে ভারতের এই তরুণ তুর্কি ওপেনার ডেঙ্গিতে আক্রান্ত৷
শুভমান গিলের অসুস্থতার কারণে ওপেনিংয়ে আসবেন ইশান কিষাণ৷ এদিকে অজি শিবিরে অ্যাডম জাম্পার হঠাৎ চোট৷
দেখে নিন দুই দলের প্লেয়িং ইলেভেন
ভারতীয় প্লেয়িং ইলেভেন (India XI) – রোহিত শর্মা (R Sharma), ইশান কিষাণ (I Kishan), বিরাট কোহলি (V Kohli), শ্রেয়স আইয়ার (S Iyer), কেএল রাহুল (KL Rahul), হার্দিক পান্ডিয়া (H Pandya), রবীন্দ্র জাদেজা (R Jadeja), রবিচন্দ্রন অশ্বিন (R Ashwin), জসপ্রীত বুমরাহ (J Bumrah), কুলদীপ যাদব (K Yadav), মহম্মদ সিরাজ (M Siraj)
অস্ট্রেলিয়ার প্লেয়িং ইলেভেন
CWC 2023. AUSTRALIA XI: D Warner, M Marsh, S Smith, M Labuschagne, A Carey(wk), G Maxwell, C Green, P Cummins(c), M Starc, A Zampa, J Hazlewood. https://t.co/ToKaGif9ri #INDvAUS #CWC23
— BCCI (@BCCI) October 8, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 2023 world cup, ICC World Cup 2023, IND vs AUS, Shubhman Gill, World cup 2023
[ad_2]
Source link