Bangla News: আকাশ থেকে হঠাৎ এ কী এসে পড়ল মাটিতে! আঁতকে উঠল গোটা শহর! আসলে এগুলি কী জানেন? Somoybulletin

[ad_1]

কলকাতা: ঝাঁ চকচকে রৌদ্রোজ্জ্বল সবুজ মাঠে যদি হঠাৎ বৃহৎ আকারের একটি বরফখণ্ড এসে পড়ে, যে কারওই চমকে ওঠার কথা। কোথা থেকে এল এই বরফ, তা নিয়েই তোলপাড় পড়ে যাওয়া উচিত।

এমনই আশ্চর্যজনক একটি ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব রাজ্য ভিক্টোরিয়ায়। গত মঙ্গলবার সকালে সেখানকার বেলভোর পার্ক গলফ ক্লাব মাঠে বড় আকারের একটি বরফ বল পাওয়া গেছে। শেষমেশ মনে করা হচ্ছে, এই বরফ খণ্ডটি আকাশ থেকে পড়েছে।

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি অনুব্রত মণ্ডল! বাবার খবর শুনেই যা করলেন সুকন্যা, চমকে উঠল সকলে!

কেউ হতাহত না হলেও এই ঘটনা নিয়ে দেখা দিয়েছে নানা ধরনের কৌতূহল। কোথা থেকে পড়ল এই বরফের বল, উড়োজাহাজ থেকে, নাকি অন্য কোনও জায়গা থেকে? মাটিতে পড়ার পর বরফ বলটি ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। চারদিকে এর ছোট ছোট খণ্ড ১৬০ ফুট দূর পর্যন্ত ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে।

বেলভোর পার্ক গলফ ক্লাবের ডিলান নাইট বলেন, একদিন সকালে তিনি ওই বরফ পড়ার খবর পান। প্রাথমিকভাবে তিনি মনে করেছিলেন, রাতভর ঠান্ডায় মাঠে জল দেওয়ার কৃত্রিম যন্ত্রগুলো জমে ওই বরফের সৃষ্টি হয়েছে। তবে ঘটনাস্থলে বৃহৎ আকারের বরফ বল দেখে তাঁর সে ভাবনা পাল্টে যায়। তিনি বলেন, যেখানে বরফ বলটি পড়েছে, সেখানে মাটি ৮ ইঞ্চি ঢুকে গিয়েছে। এর থেকে ধারণা করা যায়, এটি আকাশের অনেক উঁচু থেকে নীচে পড়েছে।

আরও পড়ুন: ভারতের সবচেয়ে বড় নদীর নাম জানেন? যা ভাবছেন, তা কিন্তু নয়! সঠিক উত্তর জানেন মাত্র ১% মানুষ

ডিলান নাইট বলেন, কোথা থেকে এই বরফ বল এল, এ নিয়ে তাঁদের মধ্যে অনেক আলোচনা হয়েছে। অবশেষে তাঁরা বুঝেছেন, এটি প্লেন থেকে পড়েছে। উড়ন্ত অবস্থায় উড়োজাহাজ থেকে বরফ পড়াকে মেগাক্রাইওমিটিওরস বলা হয়। বিভিন্ন সময়ে মাটিতে এমন বরফ পড়ার ঘটনা ঘটেছে।

Published by:Suman Biswas

First published:

Tags: Bangla News, West Bengal news, World news

[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *