[ad_1]
চেন্নাই: বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেটে সহজ জয় পেয়েছে ভারতীয় দল। তবে মাত্র ২০০ রানের টার্গেট তাড়া করতে নেমে একটা সময় ২ রানে ৩ উইকেট হারিয়ে এক সময় চাপে পড়ে গিয়েছিল ভারচত। শূন্য রানে সাজঘরে ফেরত চলে গিয়েছিলেন দলের ৩ টপ অর্ডার ব্যাটার রোহিত শর্মা, ঈশান কিশান, শ্রেয়স আইয়ার। সেই জায়গা থেকে লড়াকু ইনিংস খেলে দলকে জয় এনে দেন বিরাট কোহলি ও কেএল রাহুল।
কেএল রাহুল অপরাজিত ৯৭ ও বিরাট কোহলি ৮৫ রানের ইনিংস খেলেন। ১৬৪ রানের পার্টনারশিপ করে দলকে সহজ জয় এনে দেন দুই তারকা। ম্যাচের সেরা হয়ে পুরস্কার নেওয়ার সময় মজার ছলে নিজের দুঃখের কথা জানান কেএল রাহুল। ভারতীয় তারকা ব্যাটা বলেন,”সবে স্নান সেরে বেরিয়েছি। ভেবেছিলাম, যাক এ বার অন্তত আধ ঘণ্টা বিশ্রাম পাব। কিন্তু এসে দেখি ৩ উইকেট। তড়িঘড়ি নামতেই হল। বিরাটই আমাকে পরামর্শ দেয়, কিছুক্ষণের জন্য টেস্ট ক্রিকেট খেলতে হবে। টিমের জন্য এরকম একটা ইনিংস খেলতে পেরে ভালো লাগছে।”
আসলে এশিয়া কাপে চোট সারিয়ে দলে ফিরেছিলেন কেএল রাহুল। তারউপর সামলাতে হচ্ছে কিপিংয়ে দায়িত্ব। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রায় ৫০ ওভার উইকেটের পিছনে গ্লাভস হাতে নিজের কর্তব্য পালন করেছিলেন। ভেবেছিলেন টার্গেট কম, তাই স্নান সেরে বিশ্রাম নেবেন। কিন্তু তা ভাগ্যে ছিল না রাহুলের। তৃতীয় ওভারেই ব্যাট করতে নামতে হয়। দীর্ঘক্ষণ কিপিং করে ব্যাট করতে নামাটা সত্যিই কষ্টের। তার উপর বিরাট কোহলির সঙ্গে ক্রিজে সিঙ্গেলস চালিয়ে যাওয়ার চ্যালেঞ্জ। যদিও সবটাই সামলেছেন রাহুল।
প্রসঙ্গত, ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করে ৪৯.৩ ওভারে ১৯৯ রানে অলআউট হয়ে যায় ৫ বারের বিশ্বজয়ীরা। ভারত ৪১.২ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় টিম ইন্ডিয়া। ১১৫ বলে ৯৭ রান করে অপরাজিত থাকেন কেএল রাহুল, আর ১১৬ বলে ৮৫ রান করে আউট হন বিরাট কোহলি। ৬ উইকেটে ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু করে ভারত। ১১ অক্টোবর ভারতের পরবর্তী ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ICC World Cup 2023, India vs Australia, KL Rahul, ODI World Cup 2023
Source link