[ad_1]
থমকে গেল লুনা-২৫-এর সফর। শনিবার রাশিয়ান মহাকাশযান লুনা-২৫-তে চাঁদে অবতরণের আগে কিছু প্রযুক্তিগত ত্রুটির দেখা যায়। শনিবার প্রি-ল্যান্ডিং কক্ষপথে যাওয়ার কথা ছিল লুনার।
রাশিয়ান মহাকাশ সংস্থা রোসকসমস এক বিবৃতিতে জানিয়েছে, ‘অপারেশন চলাকালীন, স্বয়ংক্রিয় স্টেশনে একটি অস্বাভাবিক পরিস্থিতি দেখা দেয়। যা পরবর্তী কৌশলগুলি সম্পাদন করার অনুমতি দেয়নি। এর জেরে কক্ষপথ স্থানান্তর করা যায়নি। বিশেষজ্ঞরা পরিস্থিতি বিশ্লেষণ করছেন।’ শনিবার রাশিয়ান মহাকাশযান লুনা-২৫ এ আচমকাই অস্বাভাবিকতা দেখা যায়। যার জেরে চন্দ্রকক্ষে প্রবেশের আগেই থমকে গেল সে।
আরও পড়ুনঃ ISRO দিল লেটেস্ট আপডেট, চাঁদকে ছুঁতে আর কতক্ষণের অপেক্ষা, দেখে নিন
রাশিয়ার লক্ষ্য ছিল ভারতের চন্দ্রযান-৩ এর আগেই চাঁদের মাটি স্পর্শ করার। কিন্তু থমকে গেল লক্ষ্যভেদে! রাশিয়ার জাতীয় মহাকাশ সংস্থা রোসকসমস জানিয়েছে যে গতকাল থেকে খোঁজ মিলছিল না লুনার-২৫। অবশেষে, রবিবার জানা গেল যে চাঁদের মাটিতে ভেঙে পড়ল লুনা-২৫।
Russia’s Luna-25 spacecraft has crashed into the moon, reports Germany’s DW News citing space corporation Roskosmos pic.twitter.com/ZtxYkFHUp2
— ANI (@ANI) August 20, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ISRO, Moon mission, Russia
[ad_2]
Source link