[ad_1]
ইসলামাবাদ : অন্তত ৬ জন শিশু এবং ২ জন প্রাপ্তবয়স্ক আটকে পড়েন গভীর খাদের উপর ঝুলন্ত রোপওয়ে বা কেবলকার-এ। অর্ধেক দিন কেটে যাওয়ার পরও তাদের সকলকে উদ্ধার করা সম্ভব হয়নি। মঙ্গলবার এই ঘটনা ঘিরে চাঞ্চল্য পাকিস্তানের খাইবার পাখতুনখোওয়া প্রদেশে। জানা গিয়েছে ওই অঞ্চলের দুর্গম অ্যাল্লাই উপত্যকা পেরিয়ে রোপওয়ে করে স্কুলে যাচ্ছিল ওই শিশুরা। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭ নাগাদ খাইবার পাখতুনখোয়ার প্রত্যন্ত দুর্গম অংশে এই দুর্ঘটনা ঘটে। ১২০০ ফুট উচ্চতায় বিকল হয়ে পড়ে কেবল কার।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে (ভিডিও-র সত্যাসত্য বিচার করেনি নিউজ18 বাংলা) দেখা যায় উপত্যকার পাহাড়ি ঢালে ভিড় করে আছেন অসংখ্য স্থানীয় মানুষ। আকাশে চক্কর কাটছে উদ্ধারকাজে আসা পাকিস্তানি সেনাবাহিনীর হেলিকপ্টার। কিন্তু শেষ পর্যন্ত হেলিকপ্টারটি উদ্ধার করতে না পেরে ফিরে গিয়েছে বলে জানা যায়।
পরবর্তীতে সেনাবাহিনীর আরও একটি হেলিকপ্টারে উদ্ধারকাজ শুরু হয়। দুর্ঘটনার প্রায় বারো ঘণ্টা পর অবশেষে এদিন রাতে ২ টি বাচ্চাকে বার করে আনা সম্ভব হয় বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। এখনও আরও ৪ জন পড়ুয়া এবং ২ পূর্ণবয়স্ক ওই কেবলকার-এ আটকে আছেন।
Pakistan is praying the rescue mission get’s successful. Army Helicopters and SSG have been at the rescue of people stuck in Batgram Cable Car for more than seven hours or so. pic.twitter.com/SnbaN7yE17
— Shiffa Z. Yousafzai (@Shiffa_ZY) August 22, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
[ad_2]
Source link