বিশ্বকাপে বড় অঘটন, আফগান ঘূর্ণির ফাঁদে মাটিতে মিশে গেল বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের দম্ভ ODI World Cup 2023 Afghanistan vs England Afghanistan Beat England by 69 runs and create history in ICC World cup 2023 sup – News18 Bangla Somoybulletin

[ad_1]

দিল্লি: প্রতি বিশ্বকাপই কোনও না কোনও অঘটনের সাক্ষী থাকে। এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত সবথেকে বড় অঘটনটা ঘটে গেল রবিবার। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ব্যাটে-বলে দুরমুশ করে হারাল আফগানিস্তান। শুধু অঘটন বললে হয়তো রাশিদ খান, মুজিবুর রহমান, মহম্মদ নবি, রহমানউল্লাহ গুরবাজদের কৃতিত্বতকে ছোট করে দেখানো হবে। ৬৯ রানের ব্যবধানে ইংরেজদের হারিয়ে বিশ্বকাপে নয়া ইতিহাস তৈরি করল আফগানিস্তান। আফগান ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এই দিন।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। যেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে যায় ব্রিটিশদের জন্য। দলগতভাবে লড়াকু ব্যাটিং করে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৯.৫ ওভারে ২৮৪ রান করে আফগানরা। দলের হয়ে সর্বোচ্চ ৮০ রান করেন রহমানউল্লাহ গুরবাজ। এছাড়া ৫৮ রান করেন ইক্রাম আলিখিল, ২৮ রান করেন মুজিবুর রহমান ও রাশিদ খান করেম ২৩ রান।

২৮৫ রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। হ্যারি ব্রুকের ৬৬ রান ও ডেভিড মালানের ৩২ রান ছাড়া কোনও ইংরেজ ব্যাটার আফগানিস্তানের স্পিনের ভেলকির সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি। মুজিবুর রহমান, রাশিদ খান ও মহম্মদ নবির স্পিন অ্যাটাকের সামনে অসহায় আত্মসমর্পন করে ইংরেজরা। ভাল বোলিং করেন ফজলহক ফারুকি এবং নবীন উল হকরা।

আরও পড়ুনঃ Indian Cricketers Wives No Makeup Look: রোহিত-কোহলি-হার্দিকদের বউরা বিনা মেকআপে কেমন দেখতে! দেখুন তো চিনতে পারেন কিনা

ইংরেজ ব্যাটিংয়ে হ্যারি ব্রুক লড়াই করলেও তাকে কেউ সঙ্গ দিতে পারেনি। শেষ পর্যন্ত ৪০.৩ ওভারে ২১৫ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। আপগানিস্তানের মুজিবুর রহমান ৩টি, রাশিদ খান ৩টি ও মহম্মদ নবি দুটি উইকেট নেন। ৬৯ রানে ম্যাচ জেতে আফগানরা। ৩টির মধ্যে দুটি ম্যাচ হেরে চাপ বাড়ব ইংল্যান্ডের উপর। অপরদিকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেয়ে উচ্ছ্বসিত আফগানরা।

Published by:Sudip Paul

First published:

Tags: Afghanistan, England, ICC World Cup 2023, ODI World Cup 2023

[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *