[ad_1]
চাঁদের মাটিতে দাঁড়িয়ে প্রস্রাব করতে হয়েছিল মহাকাশচারী এডউইন অলড্রিনকে৷ নিজের বই ‘নো ড্রিম ইজ টু হাই’-তে সেই অভিজ্ঞতার কথা জানিয়ে এডউইন লিখেছিলেন, নিজের স্পেস স্যুটের ভিতরেই থাকা একটি বিশেষ থলির মধ্যে প্রস্রাব করতে হয়েছিল তাঁকে৷ কিন্তু, প্রশ্ন, কোনও ব্যক্তি যদি সরাসরি চন্দ্রপৃষ্ঠে প্রস্রাব করে, তাহলে ঠিক কী হবে? উত্তরটা অবশ্য বিশ্লেষণ করে জানিয়েছেন বিজ্ঞানীরাই..শুনুন তাঁদের যুক্তি৷
Source link