‘সিনেমার দৃশ্য নয়!’ পর্দায় হামাসের বিরুদ্ধে যুদ্ধের পর এবার বাস্তবে বাহিনীতে যোগ ইজরায়েলি অভিনেতার Fauda actor Idan Amedi joins combat duty to defend Israel against Hamas – News18 Bangla Somoybulletin

[ad_1]

তেল আভিভ: পর্দায় যুদ্ধ করেছিলেন হামাসের বিরুদ্ধে। সেই অভিনেতা এবার সত্যি সত্যিই যুদ্ধক্ষেত্রে। ইজরায়েলের সঙ্গে হামাসের সংঘর্ষে ‘ফৌদা’ ওয়েবসিরিজের তারকা অভিনেতা ইদান আমেদি পর্দা ছেড়ে বাস্তব সমরে যোগদান করলেন। ইদান কেবল এক অভিনেতা নন, একইসঙ্গে গায়ক এবং গীতিকারও বটে। কিন্তু দেশের প্রয়োজনে উর্দি চাপিয়ে বেরিয়ে পড়তে হল তাঁকেও।

এর আগে জনপ্রিয় এই সিরিজের প্রযোজক এবং মুখ্য অভিনেতা লিওর রাজও একই পথের পথিক হয়েছিলেন। মোসাদ এজেন্টদের নিয়ে বানানো এই সিরিজে দেখানো হয়েছে গাজার সমস্যা, সীমান্ত সংঘর্ষ, জঙ্গি হামলার মতো ঘটনা। সেখানে দেশের হয়ে বারবার তাঁকে মৃত্যুর সঙ্গে পাঞ্জ লড়তে দেখা গিয়েছিল। সেই অভিনেতা এবার বাস্তবেও নায়ক। সাম্প্রতিকতম সংঘর্ষে ইজরায়েলি শহর সেডেরটে গিয়ে হামাসের হাত থেকে বহু পরিবারকে বাঁচিয়েছেন তিনি।

এবার লিওরের সহ-অভিনেতা ইদানও একই কাজ করলেন। ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিয়েছেন তিনি। ভিডিও করে জানিয়েছেন সে কথা। সেখানে তিনি হামাসের বিরুদ্ধে সংগ্রামের জন্য প্রতিরক্ষা বাহিনীতে যোগদানের সিদ্ধান্ত সম্পর্কে কথা বলেছেন। তাঁর কথায়, ‘‘আপনি দেখতে পাচ্ছেন, আমি আজ একটু ভিন্ন পোশাকে আছি। এটি ‘ফৌদা’র দৃশ্য নয়, এটি বাস্তব জীবন… ইজরায়েলের দক্ষিণে ঘটনাটি ঘটে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সেনাবাহিনীকে ডাকা হয়েছিল… আমি আশা করি আমরা শীঘ্রই শান্ত দিন দেখতে পাব।’’

Published by:Teesta Barman

First published:

Tags: Israel Palestine war

[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *