[ad_1]
দিল্লি: বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে ভারতীয় দল। বিপদের সময় বিরাট কোহলি ও কেএল রাহুলের ম্যাচ উইনিং ইনিংসে ভর করে ৬ উইকেটে জয় পায় টিম ইন্ডিয়া। ১১ অক্টোবর প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে ভারতের প্রথম একাদশ কেমন হতে পারে তা নিয়ে রয়েছে জল্পনা।
ভারত অধিনায়ক রোহিত শর্মার একটি মন্তব্য একাদশ নিয়ে জল্পনা আরও বাড়িয়েছে। রোহিত বলেছেন,”প্রয়োজন বুঝলে প্রতি ম্যাচেই পরিবর্তন হতে পারে প্রথম একাদশে”। প্রথম ম্যাচে ঈশান কিশান, শ্রেয়স আইয়াররা খাতাই খুলতে পারেননি। যদিও এই শূন্যের তালিকাতে নাম রয়েছে রোহিত শর্মারও। এছাড়া প্রথম ম্যাচে খুব একটা নজর কাড়তে পারেননি মহম্মদ সিরাজও। আর আফগানিস্তান অপেক্ষাকৃত দুর্বল দল হওয়ায় রিজার্ভ বেঞ্চের কয়েক জনকে সুযোগ দেওয়াও হতে পারে।
শুভমান গিল এখনও সুস্থ হতে পারেননি। আফগানিস্তান ম্যাচে যে গিলকে পাওয়া যাবে না সেই কথা আগেই জানা গিয়েছিল। শুধু আফগানিস্তান ম্যাচ নয়, গিলকে পাকিস্তান ম্যাচেও পাওয়ার সম্ভাবনা কম। ফলে আফগানিস্তান ম্যাচ ওপেনে ঈশান কিশানের বাদ পড়ার সম্ভাবনা নেই বলে যেতে পারে। এর বাইরে রোহিতের মন্তব্য অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী ভারতীয় দলে পরিবর্তন হতেই পারে।
এক ঝলকে দেখে নিন কেমন হতে পারে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিশন, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার / সূর্যকুমার যাদব, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ / মহম্মদ শামি।
একঝলকে দেখে নিন আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জার্ডান, রহমত শাহ, হাসমাতুল্লাহ শাহিদি (অধিনায়ক), মহম্মদ নবি, নাজিবুল্লাহ জার্ডান, আজমাহতুল্লাহ ওমারজাই, রাশিদ খান, মুজিব উর রহমান, নভিন উল হক, ফজলহক ফারুকি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ICC World Cup 2023, India vs Afghanistan, Indian Team, ODI World Cup 2023, Rohit Sharma
Source link