মাঠ ঘিরে থাকবে NSG কমান্ডো! ভারত-পাকিস্তান ম্যাচে হামলার আশঙ্কা! Somoybulletin

[ad_1]

আহমেদাবাদ: ভারত-পাকিস্তান ম্যাচ বলে কথা। সেই ম্যাচ ঘিরে  উত্তেজনার পারদ চড়বে না, তা কী হয়!

তবে এবার ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে নিরাপত্তাজনিত সমস্যা দেখা দিয়েছে। তা হলে কি আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচের সময় হামলার আশঙ্কা রয়েছে! সেটা অবশ্য খোলসা করে বলা হচ্ছে না।

পাকিস্তান দল ভারতে খেলতে এসেছে। ফলে ভারতের কাঁধে এখন গুরুদায়িত্ব। এমনিতেই পাকিস্তানি ক্রিকেটারদের নিরাপত্তার বাড়তি দায়িত্ব রয়েছে। তারই মাঝে আবার এক জঙ্গি সংগঠনের ভারত-পাক ম্যাচে হামলার হুমকি।

আরও পড়ুন- চার বছরে হয় বিশ্বকাপ, একবারই হয়েছিল ৩ বছরে! ৯৬-এর পর ৯৯, কেন জানেন?

স্রেফ নিরাপত্তার কারণেই পাকিস্তান দলকে খুব বেশি ভেনুতে খেলানো হবে না এবার। হাইভোল্টেজ ম্যাচ ঘিরেও নিরাপত্তায় কোনও খামতি রাখতে চাইছে না  প্রশাসন।

জানা গিয়েছে, ভারত-পাক ম্যাচের নিরাপত্তার দায়িত্বে থাকতে পারে এনএসজি কমান্ডো। প্রতি ১০ জন দর্শকের জন্য একজন নিরাপত্তারক্ষী মোতায়েন করা হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হবে বলে জানা যাচ্ছে।

আহমেদাবাদের পুলিশ কমিশনার জি এস মালিক জানিয়েছেন, মোট ১১ হাজার পুলিশকর্মী ম্যাচের দিন নিরাপত্তার দায়িত্ব সামলাবেন। তার মধ্যে থাকবেন ৭ হাজার পুলিশকর্মী ও ৪ হাজার হোমগার্ড। আহমেদাবাদের বেশ কিছু জায়গায় নজরদারি চালানো হবে।

আরও পড়ুন- বিপদ কাটল শুভমানের! ডেঙ্গি আক্রান্ত গিল এতদিনে স্বস্তিতে, বড় আপডেট

এছাড়াও এনএসজি, বম্ব স্কোয়াড থাকবে। ড্রোনেও চলবে নজরদারি। নিরাপত্তার দিক থেকে কোনও খামতি রাখতে চাইছে না প্রশাসন।

Published by:Suman Majumder

First published:

Tags: ICC World Cup 2023, IND vs PAK

[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *