[ad_1]
আহমেদাবাদ: একা হাতেই তিনি পাকিস্তানকে হারিয়েছেন। সেই রোহিত শর্মা কিন্তু আদতে বেশ মজার মানুষ।
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে অধিনায়কের মতো ইনিংস খেলেন রোহিত শর্মা। ৬৩ বলে ৮৬ রানের ইনিংস খেলেন হিটম্যান। রোহিত মারেন ৬টি চার এবং ছটি ছক্কা।
রোহিত যখন লম্বা ছক্কা মারছিলেন, তখন ফিল্ড আম্পায়ারও অবাক হয়েছিলেন। একটি ভিডিওও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ম্যাচ চলাকালীন ভারতীয় অধিনায়ক রোহিত আম্পায়ার মারাইস ইরাসমাসকে বাইসেপস দেখাচ্ছেন।
ম্যাচ চলাকালীন কেউ বুঝতেই পারেনি কেন রোহিত এমন করলেন। ম্যাচ শেষ হওয়ার পর এর কারণ ব্যাখ্যা করলেন রোহিত শর্মা।
আরও পড়ুন- IND vs PAK: হারের ধাক্কায় এ কী বললেন বাবর আজম! পাক অধিনায়কের মন্তব্যে অবাক সকলে
বিসিসিআই টিভির জন্য হার্দিক পান্ডিয়ার সাথে কথা বলছিলেন, তখন রোহিত শর্মা আসল ঘটনা বলেন। ভারতীয় অধিনায়ক বলেছিলেন, “আম্পায়ার ইরাসমাস আমাকে জিজ্ঞাসা করছিলেন, তুমি এত লম্বা ছক্কা কীভাবে মারলে? তোমার ব্যাটে কী আছে? আমি বলেছিলাম যে শক্তি ব্যাটে নয়, পেশীতে।
আরও পড়ুন- আজ কলকাতায় রোনাল্ডিনহো, মুখ্যমন্ত্রীর জন্য আনছেন জার্সি! দেখা হবে দাদার সঙ্গেও
এই বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন রোহিত শর্মা। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ঝড়ো ফিফটি করার আগে আফগানিস্তানের বিরুদ্ধেও সেঞ্চুরি করেছিলেন তিনি।
আফগানিস্তানের বিরুদ্ধে ১৩১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এই ম্যাচে তিনি ৬৩ বলে সেঞ্চুরি করেন। বিশ্বকাপে ভারতের যে কোনো ব্যাটসম্যানের এটিই ছিল দ্রুততম সেঞ্চুরি। রোহিত শর্মা এখনও ২০২৩ বিশ্বকাপে ৩ ম্যাচে ২১৭ রান করেছেন। তিনি এখনও পর্যন্ত ১১টি ছক্কা মেরেছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ICC World Cup 2023, Rohit Sharma
Source link