ICC World Cup 2023: শুভমানের পর ফের বাজে খবর, ঐচ্ছিক অনুশীলনে চোট রোহিতের Somoybulletin

[ad_1]

নয়াদিল্লি: শুভমান গিলের পর ফের বাজে খবর ভারতীয় শিবির থেকে৷  আফগানিস্তান ম্যাচের আগে ঐচ্ছিক অনুশীলনে গিয়েই বিপাকে অধিনায়ক রোহিত। নেটে ব্যাট করার সময় উরুতে আঘাত পান ভারত অধিনায়ক।

রোহিতকে বল করছিলেন একজন নেট বোলার। উরুতে চোট পাওয়ার পর রোহিতের মুখ-চোখ দেখেই মনে হচ্ছিল তিনি বেশ অস্বস্তি বোধ করছেন। যদিও এর পরও ভারত অধিনায়ক কয়েক মিনিট নেটে ব্যাট করেন। তাঁর আঘাত তেমন গুরুতর নয় বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন –  Amitabh Bachchan Income: ছেলে অভিষেককে দশ গোল, বউমা ঐশ্বর্য্যও নেই ধারেকাছে, অমিতাভের প্রতি মাসে রোজগার আকাশ ছোঁওয়া

বুধবার ভারত বনাম আফগানিস্তান ম্যাচ। বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের পর ভারতের এটি দ্বিতীয় ম্যাচ। এদিকে ভারত বনাম আফগানিস্তান ম্যাচের পর ভারতের প্রতিপক্ষ পাকিস্তান৷ শনিবার আহমেদাবাদে সেই মেগা ম্যাচ৷

রোহিতের চোট নিয়ে ভারতীয় থিঙ্কট্যাঙ্ক এখনও কোনও বিবৃতি জারি করেনি, কিন্তু যদি চোট গুরুতর হয় তাহলে বুধবারের আফগানিস্তানের বিরুদ্ধে তিনি দলে নাও থাকতে পারেন৷ প্রথম একাদশে একদিকে ওপেনার শুভমান গিল অসুস্থ অন্যদিকে যদি রোহিতও না থাকে তাহলে ওপেনিংয়ে ফের বিকল্প ভাবতে হবে৷ কিন্তু একটি সূত্রের খবর রোহিতের চোট সেরকম ভয়ের কিছু নয়৷

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ওপেনার ইশান কিষাণ ফ্লপ ছিলেন৷ এদিকে বিরাট কোহলি ও কেএল রাহুল সেদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রাথমিকভাবে ধাক্কা খাওয়া ইনিংস মেরামত করেন৷ পাশাপাশি বিশ্বকাপের ম্যাচে ওপেনার ও দলের অধিনায়ক রোহিত শর্মাও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন৷

Eron Roy Burman

Published by:Debalina Datta

First published:

Tags: ICC World Cup 2023, Rohit Sharma

[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *