Morocco Earthquake Update: রাতের ভূমিকম্পে মৃত্যুপুরী মরক্কো, উদ্ধার একের পর এক লাশ! মৃত অন্তত ২০০০ Somoybulletin

[ad_1]

ম্যারাকেশ: শুক্রবার গভীর রাতে বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে ওঠে মরক্কো৷ মৃতের সংখ্যা বাড়তে বাড়তে ২০০০ জন ছাড়িয়েছে। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে-এর দাবি, উত্তর আফ্রিকার এই অংশে গত ১০০ বছরের বেশি সময়ে এমন ভয়ঙ্কর ভূমিকম্প হয়নি৷ মরক্কোর অন্যতম গুরুত্বপূর্ণ শহর ম্যারাকেশের ৭১ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ভূমিস্তরের ১৮.৫ কিলোমিটার গভীরে ছিল কম্পনের কেন্দ্র৷ রাবাত, ক্যাসাব্ল্যাঙ্কা এবং ইসাওইরাতে কম্পনের তীব্রতা ও প্রভাব ভয়াবহ৷

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে শহরের গলিপথ বেয়ে উড়ে আসছে ধ্বংসস্তূপের খণ্ড৷ অসংখ্য মানুষ ধ্বংসস্তুপের নীচে চাপা পড়েছেন। আরও দেহ উদ্ধার হতে পারে বলে আশঙ্কা প্রশাসনের। ইংল্যান্ডের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক বিল ম্যাকগুইর জানিয়েছেন, মরক্কোয় ভূমিকম্প খুব একটা হয় না। সে কারণে বাড়িগুলি পোক্ত ভাবে তৈরি নয়। তাই হতাহতের সংখ্যা এত বেশি। মরক্কোর রাজা চতুর্থ মহম্মদ সশস্ত্র বাহিনীকে উদ্ধার কাজে নামার নির্দেশ দিয়েছেন।

Published by:Raima Chakraborty

First published:

Tags: Earthquake, Morocco



[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *