দীর্ঘ ৪০ বছর পর ভারতে আইওসি অধিবেশন; IOC প্রেসিডেন্ট থমাস বাককে স্বাগত জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে Somoybulletin

[ad_1]

কলকাতা: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। ভারতে অনুষ্ঠিত হতে চলেছে ১৪১তম আইওসি অধিবেশন। তার প্রাক্কালে গত ১০ অক্টোবর, ২০২৩ তারিখে মুম্বইয়ে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাক এবং ওই কমিটির সদস্য নীতা আম্বানিকে স্বাগত জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

২০১৬ সাল থেকেই ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি)-র সদস্য নীতা আম্বানি। আর তাঁর এই উপস্থিতির কারণে আইওসি অধিবেশনও বিশেষ হয়ে উঠেছে। কারণ তিনিই প্রথম ভারতীয় মহিলা, যিনি আইওসি-র সদস্যপদ অর্জন করেছেন।

আরও পড়ুন: SBI থেকে PNB, কোন ব্যাঙ্ক সবচেয়ে বেশি সুদ দিচ্ছে, FD করার আগে দেখে নিন

আর সবথেকে বড় কথা হল, দীর্ঘ প্রায় ৪০ বছর পরে ভারতে আইওসি অধিবেশন অনুষ্ঠিত হতে চলেছে। ১৯৮৩ সালে নয়াদিল্লিতে এই অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। তাতে যোগ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি। যাঁকে স্বাগত জানিয়েছিলেন আইওসি-র তৎকালীন প্রেসিডেন্ট জুয়ান অ্যান্তোনিও স্যামারাঞ্চ।

১৯০০ সালে প্যারিসের অলিম্পিকসে ভারতের শ্রেষ্ঠত্বের একটা ইতিহাস রয়েছে। ভারতীয় বংশোদ্ভূত অ্যাথলিট নরম্যান প্রিচার্ড এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। আর ২০০ মিটার স্প্রিন্ট এবং ২০০ মিটার হার্ডলস রেসে তিনি রুপো জিতেছিলেন।

আরও পড়ুন: সব থেকে বেশি লাভ করতে চাইছেন ? জেনে নিন কত বছর পর SIP-র টাকা তোলা উচিত

এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। অলিম্পিক গেমসে তার পর থেকে প্রায় ৩৫টি পদক ঘরে এনেছেন ভারতীয় ক্রীড়াবিদরা। এর মধ্যে দুটি পৃথক সোনার পদকও রয়েছে। যার মধ্যে একটা জিতেছিলেন অভিনব বিন্দ্রা। যিনি বর্তমানে আইওসি অ্যাথলিটস কমিশনের সদস্য। আর টোকিও অলিম্পিক গেমসে দ্বিতীয় সোনার পদকটি জিতেছিলেন নীরজ চোপড়া।

প্রসঙ্গত, ১৫ থেকে ১৭ অক্টোবর মুম্বইতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধিবেশন। ১৪ অক্টোবর উদ্বোধন। এর আগে ১২, ১৩ এবং ১৪ অক্টোবর আইওসি বোর্ডের সভার আয়োজন করা হয়েছে। ভারতের জন্য, আইওসি অধিবেশন, স্বাধীনতার ৭৬তম বছরের দেশে খেলাধুলোর ভূমিকা তুলে ধরার এবং অলিম্পিকে ভারতীয়দের অবদান উদযাপনের একটা বড় সুযোগ। সেপ্টেম্বরে নয়াদিল্লিতে ১৮তম জি২০ শীর্ষ সম্মেলনের আয়োজক হওয়ার এক মাস পরে এই অধিবেশনটি বৈশ্বিক কূটনীতির একটি প্রসিদ্ধ কেন্দ্র হিসাবে ভারতের ক্রমবর্ধমান মর্যাদাকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 News18 Bangla এবার Whatsapp-এ, এক ক্লিকেই খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করুন- https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Published by:Dolon Chattopadhyay

First published:

Tags: IOC, Nita Ambani

[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *