[ad_1]
মুম্বই: ৪০ বছর পর আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধিবেশন বসছে ভারতে। ১৫ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত মুম্বইতে চলবে অধিবেশন। ১৯৮৩ সালে নয়াদিল্লিতে শেষবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধিবেশন হয়। সেদিক থেকে দেখলে ভারতের কাছে এই অধিবেশন নিজেদের তুলে ধরার বিশেষ সুযোগ করে দিয়েছে৷
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি অলিম্পিকের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা। এই কমিটিই অলিম্পিকের চার্টার তৈরি, সংশোধন, আইওসি সদস্য ও পদাধিকারী নির্বাচন এবং অলিম্পিকের আয়োজক শহর নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। যেমন ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেট ফিরবে কি না তারও আনুষ্ঠানিক ঘোষণাও মুম্বই থেকেই করা হবে।
চার দশক পর ভারত কীভাবে হোস্টিংয়ের দায়িত্ব পেল: প্রথম ভারতীয় আইওসি-র সদস্য নীতা আম্বানির নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দল ২০২২-এ বেজিং-এর আইওসি অধিবেশনের জন্য একটি বক্তৃতা দেন। সেখানেই মুম্বইয়ে অধিবেশনের জন্য ৯৯ শতাংশ সমর্থন ছিল। সেই ভারতীয় প্রতিনিধি দলে অলিম্পিক গেমসে ব্যক্তিগত পদকজয়ী প্রথম ভারতীয় অভিনব বিন্দ্রাও ছিলেন।
আরও পড়ুন – আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে গাঁটছড়া বাঁধল রিলায়েন্স ফাউন্ডেশন, অলিম্পিকের মূল্যবোধ শিখবে ছাত্ররা
এই অধিবেশনে ভারতীয় খেলাধুলোর জগতে যুগান্তকারী মুহূর্ত হতে যাচ্ছে বলে মনে করছেন অনেকেই। বিশ্ব ক্রীড়ার মানচিত্রে ভারতকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করার কাজ এখান থেকেই শুরু হবে। ক্রীড়া ইভেন্ট আয়োজন, বিশ্বমানের প্রশিক্ষণ পরিকাঠামো, প্রতিভার বিকাশ এবং লক্ষ লক্ষ ভারতীয় ক্রীড়াবিদদের জীবনকে সমৃদ্ধ করার একাধিক সুযোগ আসতে চলেছে বলে মনে করা হচ্ছে। ভবিষ্যতে ভারতে যুব অলিম্পিক্স এবং অলিম্পিক গেমস আয়োজনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।
রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান নীতা আম্বানি দেশের যুব ক্রীড়ার অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন
নীতা আম্বানির ভূমিকা: রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান নীতা আম্বানি দেশের যুব ক্রীড়ার অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন। পৌঁছেছেন দেশের প্রায় ২.১৫ কোটি তরুণের কাছে। মুম্বইয়ের অলিম্পক অধিবেশনকে তিনি ‘উল্লেখযোগ্য উন্নয়ন’ হিসেবে ব্যাখ্যা করেছেন। তাঁর কথায়, ‘‘৪০ বছর অপেক্ষার পর ভারত অলিম্পিক অধিবেশনের আয়োজন করছে। মুম্বইতে এই অনুষ্ঠানের জন্য আমি অলিম্পিক কমিটির কাছে কৃতজ্ঞ’। সঙ্গে যোগ করেন, ‘ভারতে অলিম্পিক উল্লেখযোগ্য উন্নয়ন তো বটেই, ভারতীয় ক্রীড়ার জন্যও নতুন যুগের সূচনা হবে।’’
নীতা আম্বানি আরও বলেন, ‘‘খেলাধুলো সর্বদা বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে আশার আলো এবং অনুপ্রেরণার আলোকবর্তিকা। ভারত বিশ্বের সবচেয়ে কমবয়সী দেশগুলির একটি। অলিম্পিক্সের ম্যাজিকের অংশীদার হতে পেরে আমি উত্তেজিত। আগামী বছরগুলিতে ভারতে অলিম্পিক গেমসের আয়োজন করা আমাদের স্বপ্ন!’’
সিএনবিসি-টিভি১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস বাচকে মুম্বইতে আইওসি অধিবেশন নিয়ে প্রশ্ন করা হয়। সেই সময়ও তিনি অলিম্পিক গেমস আয়োজনে ভারতের ইচ্ছের কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘‘গোটাটাই ভারতের ব্যাপার। তবে আমাদের দরজা খোলা আছে। অলিম্পিক্স আন্দোলনের ক্ষেত্রে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমরা স্বাগত জানাই।’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IOC, Nita Ambani
Source link