‘ভারতীয় ক্রীড়া জগতের ইতিহাসে অন্যতম গৌরবের মুহূর্ত’, IOC অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বললেন নীতা আম্বানি – News18 Bangla Somoybulletin

[ad_1]

মুম্বই: দীর্ঘ ৪০ বছর পরে ভারতে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, IOC-র অধিবেশন৷ মুম্বইয়ের জিও কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হয়ে গেল IOC-র ১৪১ তম এই  অধিবেশনের৷ এদিনের অনুষ্ঠানে বক্তৃতা করেন IOC-র অন্যতম সদস্য নীতা আম্বানিও৷ জানান, এই অধিবেশনের আয়োজন করতে পারা, তাঁদের কাছে পরম সম্মানের বিষয়৷

ভারতীয় ক্রীড়া জগৎ ও ক্রীড়াবিদদের উন্নয়নে নরেন্দ্র মোদি সরকারের যে রকম নিরলস ভাবে কাজ করে চলেছে, এদিন তার প্রশংসা করে নীতা আম্বানি বলেন, ‘‘আপনি (নরেন্দ্র মোদি) বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা, নতুন ভারতের স্থপতি। আপনার সমর্থন এবং সাহায্যের জন্যেই এই অধিবেশন এতটা সফলভাবে বাস্তবায়িত হয়েছে৷”

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস বাখ এবং আইওসির প্রতিনিধিদের স্বাগত জানিয়ে এদিন শ্রীমতি নীতা আম্বানি বলেন, “৪০ বছর পরে ভারতে এই ঐতিহাসিক আইওসি অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে৷ মুম্বইয়ে প্রথমবার৷ এই অনুষ্ঠানের আয়োজন করতে পারা আমাদের কাছে পরম সম্মানের। আমচি মুম্বই ─ আমাদের মুম্বই ─ এখানে আপনাদের সবাইকে স্বাগত জানাই।”

Published by:Satabdi Adhikary

First published:

Tags: IOC



[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *