আরতি এবং তিলকে IOC প্রেসিডেন্টকে সাদর অভ্যর্থনা জানালেন মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি – News18 Bangla Somoybulletin

[ad_1]

মুম্বই: আরতি করে কপালে তিলক কেটে ভারতীয় ঐতিহ্য মেনে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাচকে স্বাগত জানালেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান, মুকেশ আম্বানি এবং তাঁর স্ত্রী নীতা আম্বানি৷ প্রসঙ্গত, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে রিলায়েন্স ফাউন্ডেশন। আগামী ১৫ থেকে ১৭ অক্টোবর মুম্বইয়ে অনুষ্ঠিত হতে চলেছে আইওসি অধিবেশন৷ তার আগে নিজেদের বাসভবনে সংস্থার প্রেসিডেন্টকে সাদর অভ্যর্থনা অম্বানি দম্পতির৷ নীতা অম্বানি একমাত্র ভারতীয় মহিলা যিনি IOC সদস্য হিসাবে নির্বাচিত হতে চলেছেন৷

IOC হল অলিম্পিক মুভমেন্টের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা। তাঁদের অধিবেশনে অলিম্পিক চার্টার গ্রহণ বা সংশোধন, আইওসি সদস্য ও পদাধিকারীদের নির্বাচন এবং অলিম্পিকের আয়োজক শহরের নির্বাচন সহ অলিম্পিকের মূল কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয়।

1697350822 246 আরতি এবং তিলকে IOC প্রেসিডেন্টকে সাদর অভ্যর্থনা জানালেন মুকেশ আম্বানি

বর্তমানে IOC-তে ৯৯ জন ভোটিং এবং ৪৩ জন সম্মানিত সদস্য রয়েছেন৷ আগামী ১৫ থেকে ১৭ অক্টোবর মুম্বইয়ে আয়োজিত IOC-র অধিবেশনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খেলার সঙ্গে যুক্ত বহু খ্যাতনামা ব্যক্তি যোগ দিতে চলেছেন৷ প্রায় ১০০টি দেশের সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন৷

মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজিত হতে চলেছে এই অধিবেশন৷ JWC ভারতের সবচেয়ে বড় কনভেনশন সেন্টার৷ ২০২২ সালেই তার উদ্বোধন হয়েছিল৷ নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (NMACC)-এর গ্র্যান্ড থিয়েটারে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে৷ প্রদর্শনী হল (প্যাভিলিয়ন)-এ হবে অধিবেশন৷

মুম্বইয়ের এই অধিবেশন ভারতীয় ক্রীড়া জগতের জন্য একটি যুগান্তকারী মুহূর্ত হতে চলেছে বলে মনে করা হচ্ছে৷ এর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনেও ভারত নিজেকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে পারবে৷ ক্রীড়া ইভেন্ট আয়োজন, বিশ্বমানের প্রশিক্ষণ পরিকাঠামো, প্রতিভা লালন এবং লক্ষ লক্ষ ভারতীয় ক্রীড়াবিদদের জীবনকে সমৃদ্ধ করার একাধিক সুযোগ উন্মুক্ত হবে।

ভবিষ্যতে যুব অলিম্পিক এবং অলিম্পিক গেমস আয়োজন করার ভারতের যে আকাঙ্খা রয়েছে, সে দিক থেকেও এটি একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসাবে বিবেচিত হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

Published by:Satabdi Adhikary

First published:

Tags: Reliance

[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *