[ad_1]
নয়াদিল্লি: পর পর দুই ম্যাচে নেই মহম্মদ শামি। বিশ্বকাপে কবে খেলবেন বাংলার পেসার! উত্তর হয়তো নেই কারও কাছে।
একটা সময় শামিকে ছাড়া ভারতীয় পেস অ্যাটাক ভাবাই যেত না। এখন সেই শামিই নেই ভারতীয় দলে। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধেও দলে নেই শামি। এমনকী এই ম্যাচে নেই অশ্বিনও।
অশ্বিন নেই, শামি নেই। আজ আফগানদের বিরুদ্ধে খেললেন শার্দুল ঠাকুর। সুনীল গাভাসকর অবশ্য শামির দলে না থাকাটা মেনে নিতে পারছেন না। গাভাসকর এদিন বলেছিলেন, গতবার এই আফগান দলের বিরুদ্ধে শামি হ্যাটট্রিক করেছিল। এবার দলে নেই ও। ম্যানেজমেন্ট কী করছে আমি ঠিক বুঝতে পারছি না।
আরও পড়ুন- IOC প্রেসিডেন্ট থমাস বাককে স্বাগত জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে
গাভাসকর আরও বলেন, শামি আফগানিস্তানেক বিরুদ্ধে ভাল পারফর্ম করে। ওকে আজ দলে রাখলে ভালই হত। তা ছাড়া ওকে ম্যাচ খেলানো দরকার। যাতে পরের দিকে কোনও পেসার খেলতে না পারলে ওকে ব্যবহার করা যায়। সরাসরি কিছু না বললেও গাভাসকর যে কোচ দ্রাবিড়ের সিদ্ধান্তে খুশি নন তা বুঝিয়ে দেন।
আরও পড়ুন- আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে গাঁটছড়া বাঁধল রিলায়েন্স ফাউন্ডেশন
শামির অনুপস্থিতিতে এদিন বুমরাহ চার উইকেট নিলেন। আফগানিস্তান ৮ উইকেট হারিয়ে ২৭২ রান করল। পান্ডিয়া পেলেন ২টি উইকেট। শার্দুল ও কুলদীপ একটি করে উইকেট পান।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Source link