[ad_1]
নয়াদিল্লি: ভারত এবং আফগানিস্তানের মধ্যে বিশ্বকাপ ২০২৩-এর ৯ নম্বর ম্যাচের সময় ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির নাচের ভিডিও ভাইরাল।
কোহলিকে দেখা গেল মেজাজে। ফিল্ডিং করার সময় ম্যাচ দেখতে আসা দর্শকদের বিনোদন দেন বিরাট। সুযোগ পেলেই মাঠে গানের তালে নাচতে দেখা যায় তাঁকে। আগেও তেমনটা দেখা গিয়েছে। বিরাটের নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। মাঠে ম্যাচ দেখতে আসা এক দর্শক মোবাইলে সেই ভিডিওটি করেন।
ভিডিওতে বিরাট কোহলিকে বাউন্ডারির কাছে ফিল্ডিং করতে দেখে তাঁর ভক্তরা হৈ চৈ করতে শুরু করেন। গান চলতেই নিজের স্টাইলে নাচতে শুরু করেন বিরাট।
আরও পড়ুন- আইওসি অধিবেশন আয়োজনের দায়িত্ব ভারতের, এই সাফল্যে অগ্রণী ভূমিকা নীতা আম্বানির
আফগানিস্তান এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। মাত্র ৬৩ রানে তিন উইকেট হারিয়ে ফেলে আফগান দল। তবে চতুর্থ উইকেটে ১২১ রানের জুটি গড়ে ওঠে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচের নায়ক বিরাট কোহলি। মাত্র দুই রানে তিন উইকেট পড়ে যাওয়ার পর বিরাটের সাথে কেএল রাহুল জুটি গড়ে দলকে শক্ত ভিতে দাঁড় করান। বিরাট সেদিন করেন ৮৫ রান।
টিম ইন্ডিয়াকে ২০২৩ বিশ্বকাপে ফেভারিট হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভারত শেষবার বিশ্বকাপ জিতেছিল ২০১১ সালে। সেবার বিশ্বকাপ ভারতের মাটিতে খেলা হয়েছিল। তখন টিম ইন্ডিয়ার অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি।
আরও পড়ুন- IOC প্রেসিডেন্ট থমাস বাককে স্বাগত জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে
Virat Kohli dancing at his Kingdom.
King Kohli – What a lovely character, He is everyone’s favourite!pic.twitter.com/vVoYacVT5Z
— CricketMAN2 (@ImTanujSingh) October 11, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ICC World Cup 2023, Virat Kohli
[ad_2]
Source link