[ad_1]
নয়াদিল্লি: রান নেই…রান নেই। তিনি ভারতীয় দলের অধিনায়ক। তাঁর ব্যাটেই কি না রানের খরা! রোহিত শর্মা কতদিন আর এমন সমালোচনা সহ্য করতেন! শেষমেশ জবাব দিল তাঁর ব্যাট।
আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় দল। সেই ম্যাচে রোহিত শর্মার সেঞ্চুরি। ৩০ বলে করলেন হাফ সেঞ্চুরি। সেঞ্চুরি এল ৬৩ বলে।
ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা ওয়ানডে বিশ্বকাপে বিশ্ব রেকর্ড গড়েছেন। বিরাট কোহলির ঘরের মাঠ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম। সেখানে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে এই বিশ্ব রেকর্ড গড়েন রোহিত।
আরও পড়ুন- শামি আজও নেই! মন খারাপ গাভাসকরের, আফগানদের জব্দ করলেন বুমরাহ
ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের রেকর্ড ভেঙেছেন হিটম্যান। আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ছক্কার রাজা এখন রোহিত শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে (টেস্ট, ওডিআই, টি-টোয়েন্টি) গেইলের নামে ৫৫৩টি ছক্কা ছিল। রোহিত সেই রেকর্ড এদিন ভেঙে দিলেন। রোহিত শর্মা ৪৭৩ ইনিংসে ৫৫৩টি ছক্কা মেরেছিলেন। গেইল 551 ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।
আরও পড়ুন- আইওসি অধিবেশন আয়োজনের দায়িত্ব ভারতের, এই সাফল্যে অগ্রণী ভূমিকা নীতা আম্বানির
Hitman Rohit Sharma’s pull shots are a pure delight to see. Completing most sixes in international cricket now #INDvsAFG #CWC23 pic.twitter.com/o6Ep3RLGc1
— sohom ʲᵃʷᵃⁿ ᵉʳᵃ (@AwaaraHoon) October 11, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ICC World Cup 2023, India vs Afghanistan, Rohit Sharma
[ad_2]
Source link