দিল্লিতে ফের মুখোমুখি কোহলি-নবীন, এবার যা ঘটল তা মনে থাকবে অনেকদিন ODI World Cup 2023 Virat Kohli and Naveen Ul Haq became friends during India vs Afghanistan match in ICC World Cup 2023 Viral Video sup – News18 Bangla Somoybulletin

[ad_1]

দিল্লি: বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে ভারত। এদিন দিল্লিতে দুই দলের লড়াই দেখার পাশাপাশি আরও একটি লড়াইয়ের দিকে নজর ছিল সকলের। সেই লড়াই হল বিরাট কোহলি বনাম নবীন উল হকের দ্বন্দ্ব। আইপিএলের গত মরশুমে আরসিবি বনাম লখনউ ম্যাচের সময় চরম বিবাদে জড়িয়েছিলেন কোহলি ও নবীন। যেই লড়াইয়ের পরই গৌতম গম্ভীরের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন বিরাট।

বুধবার কোহলির ঘরের মাঠ দিল্লিতে ফের একবার সেই দ্বন্দ্ব দেখা যাবে কিনা সেটাই ছিল ক্রিকেট প্রেমিদের কৌতুহল। দিল্লির মাঠে ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে আলোচনাও শুরু হয়। এদিন অরুণ জেটলি স্টেডিয়ামে ফের একবার মুখোমুখি হলেন বিরাট কোহলি ও নবীন উল হক। কিন্তু তারপর যেটা ঘটল তা সত্যিই প্রশংসনীয়। সকলের মন জিতে নিলেন বিরাট ও নবীন।

Published by:Sudip Paul

First published:

Tags: ICC World Cup 2023, India vs Afghanistan, ODI World Cup 2023, Viral Video, Virat Kohli



[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *