[ad_1]
ঘরের মাঠে বিশ্বকাপে পরপর দুটি ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে ভারতীয় দল। প্রথন ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিছুটা চাপে পড়লেও বিরাট কোহলি ও কেএল রাহুলের সৌজন্যে জয় পেতে কোনও সমস্যা হয়নি। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে কার্যত দুরমুশ করেছে ভারত। সৌজন্যে রোহিত শর্মার অতিমানবীয় শতরানের ইনিংস। অর্ধশতরান করেন বিরাট কোহলিও। এবার তৃতীয় ম্যাচে সামনে পাকিস্তান। বড় ম্যাচে আগে দলকে বিশেষ বার্তা দিলেন রোহিত শর্মা।
আহমেদাবাদে মেগা ম্যাচে যে ভারতের উপর প্রত্যাশার চাপ অনেকটাই থাকবে তা ভাল করেই জানেন রোহিত শর্মা। মাঠে ১ লক্ষ ৩০ হাজার দর্শকের পাশাপাশি গোটা দেশ সেদিন ভারতের জয় দেখার অপেক্ষায় থাকবে। আফগান ম্যাচের পর সাংবাদিক বৈঠকে দলের উদ্দেশে বার্তা দিয়ে রোহিত শর্মা বলেন, ‘টিমে এমন প্লেয়ারদেরই রাখা হয়েছে, যারা ভয়ডরহীন খেলতে পারবে, চাপ সামলাতে পারবে, যেমনটা চেন্নাই ম্যাচে হয়েছিল। মাঠে নেমে চাপের মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়াই আসল কাজ।’
এছাড়া পাক ম্যাচের প্রস্তুতি নিয়ে বলতে গিয়ে রোহিত শর্মা বলেন,”বিশ্বকাপে সব ম্যাচই কঠিন। তাই সব ম্যাচের আগেই প্রস্তুতি নিতে হয়। আফগানিস্তান ম্যাচে যেমন প্রস্তুতি নিয়েছিলাম, পাকিস্তান ম্যাচের আগেও ঠিক একইরকম প্রস্তুতি নেব। আলাদালকরে বাড়তি কোনও কিছুর দরকার নেই। আর মাঠের বাইরে কী চলছে, কী ঘটছে তা নিয়ে আমরা ভাবি না। বিশ্বকাপের আর পাঁচটা ম্যাচের মতই পাকিস্তান ম্যাচ। পিচ এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। সেই অনুযায়ী প্রথম একাদশ ঠিক করব। এখনও তা নিয়ে বলা সম্ভব নয়। হাতে এখনও ২ দিন রয়েছে।”
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার পর আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও সহজ জয় পেয়েছে ভারত। ম্যাচে প্রথমে ব্যাট করে ২৭২ রান করে আফগানরা। জবাবে ১৫ ওভার বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। এদিন দলের জয়ে শতরান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন অধিনায়ক রোহিত শর্মা। অর্ধশতরান করেন বিরাট কোহলি। ১৩১ রান করেন রোহিত, বিরাট কোহলি ৫৫ ও ঈশান কিশান ৪৭ রান করেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ICC World Cup 2023, IND vs PAK, India Vs pakistan, ODI World Cup 2023, Rohit Sharma, Team India
Source link