১৬ বছরেও হয়নি বদল, প্রয়াত স্বামীকে খুঁজে পেতে আজও প্রতিদিন মেট্রো স্টেশনে ছুটে যান মহিলা Somoybulletin

[ad_1]

‘জীবনে মরণের সীমানা ছাড়ায়ে

বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে…’

প্রিয়তম তাঁর সঙ্গেই রয়েছেন। দেহের মৃত্যুই হয়তো ঘটেছে শুধু। মন আজও তাঁর কাছে। তিনি অনুভব করেন। শুনতে পান কণ্ঠস্বর। অন্ধকারের মধ্যেও আলোর খোঁজ করেন। ঋতু বদলালেও বদলায় না মার্গারেটের রুটিন। কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতেও মেট্রো স্টেশনই তাঁর গন্তব্য়। কিন্তু কেন? কী শোনেন তিনি?

তিনি শোনেন তাঁর স্বামীর কণ্ঠস্বর। মার্গারেটের স্বামী অসওয়াল্ড লরেন্স ছিলেন নাট্য অভিনেতা। লন্ডন মেট্রোর ঘোষকও ছিলেন তিনি। তাঁর কণ্ঠস্বরে রেকর্ড করা হয়েছিল ‘অনুগ্রহ করে সুরক্ষিত দূরত্ব বজায় রাখুন’।

Published by:Rachana Majumder

First published:

Tags: Viral



[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *