Australia vs South Africa: হাফ ডজন ক্যাচ ফেলে দ্বিতীয় ম্যাচেও হার, অস্ট্রেলিয়াকে দুরমুশ করল দক্ষিণ আফ্রিকা Somoybulletin

[ad_1]

লখনউ: ১৯৯২ সালের পর এই প্রথম বার৷ একদিনের ক্রিকেট বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেই হারের মুখ দেখল অস্ট্রেলিয়া৷ প্রথম ম্যাচে ভারতের সঙ্গে তবু কিছুটা লড়েছিল প্যাট কামিন্সের দল৷ এ দিন অবশ্য পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের রীতিমতো দুরমুশ করল দক্ষিণ আফ্রিকা৷

লখনউয়ে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা স্কোর বোর্ডে তুলেছিল ৭ উইকেটে ৩১১৷ জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৪০.৫ ওভারে ১৭৭ রানে অল আউট হয়ে যায় ওয়ার্নার, স্টিভ স্মিথ, লাবুশানের মতো তারকাখচিত ব্যাটিং লাইন আপ৷

আরও পড়ুন: ক্রিকেট বিশ্বকাপে ফের ডেঙ্গি, গিলের পর আক্রান্ত আরও এক ‘ভারতীয় তারকা’

তবে অস্ট্রেলিয়ার এ দিনের হারের জন্য খারাপ ব্যাটিংয়ের থেেকও বেশি দায়ী করতে হবে জঘন্য ফিল্ডিংকে৷ দক্ষিণ আফ্রিকার ইনিংসে ৬টি ক্যাচ ফেলে প্যাট কামিন্সের দল৷ যে সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে যান ডি কক, টেমভা বাভুমা, এডেন মারক্রামরা৷ ওপেনিং জুটিতে একশো রানের পার্টনারশিপ গড়েন বাভুমা- ডি কক জুটি৷ বাভুমা ৩৫ রানে আউট হলেও শতরান করে যান ডি কক৷ ১০৬ বলে ১০৯ রানের দুরন্ত ইনিংস খেলে যান তিনি৷ ঝোড়ো ব্যাটিং করে ৪৪ বলে ৫৬ রান করেন মারক্রামও৷

ফিল্ডিংয়ের এই গাফিলতি ব্যাটিংয়ে পুষিয়ে দেওয়ার সুযোগ ছিল ওয়ার্নার, স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েলদের সামনে৷ লখনউয়ের ব্যাটিং সহায়ক উইকেটে ৩১২ রান ধরাছোঁয়ার বাইরে ছিল না৷ কিন্তু একা লাবুশানে ছাড়া অস্ট্রেলিয়ার টপ অর্ডারের কোনও ব্যাটসম্যানই দাগ কাটতে পারেননি৷ ৭৪ বলে ৪৬ রান করে কোনওক্রমে দলের সম্মান রক্ষা করেন লাবুশানে৷ শেষ দিকে প্যাট কামন্সি (২২) এবং মিচেল স্টার্কের (২১) সৌজন্যে তবু দেড়শো পেরোয় অস্ট্রেলিয়া৷

বিশ্বকাপে এখনও অনেক হিসেব এদিক ওদিক হবে৷ কিন্তু প্রথম দুই ম্যাচের পারফরম্যান্স অস্ট্রেলিয়ার সমর্থকদের আতঙ্কে রাখার জন্য যথেষ্ট৷ পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের সেই চেনা দাপট, আগ্রাসনই যেন হারিয়ে গিয়েছে৷ ম্যাচের রং একা বদলে দেবেন, এমন কাউকে চোখে পড়ছে৷ ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথদের মতো ভারতীয় উপমহাদেশে দীর্ঘদিন ধরে খেলা ব্যাটসম্যানরাও রান পাচ্ছেন না৷ আগামী ১৬ অক্টোবর শ্রীলঙ্কার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া৷ সেই ম্যাচ কার্যত তাদের কাছে মরণবাঁচন লড়াই হতে চলেছে৷ কারণ শ্রীলঙ্কার পরই শক্তিশালী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে হবে প্যাট কামিন্সদের৷

অন্যদিকে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪২৮ রান তুলে বড় ব্যবধানে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকেও একপেশে ভাবে হারাল টেমভা বাভুমার দল৷ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার উল্টো ছবি যেন দক্ষিণ আফ্রিকার খেলায়৷ প্রথম দুই ম্যাচের পারফরম্যান্স দেখে এই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার উপরে বাজি ধরাই যায়৷ কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য দেবতা তাদের সঙ্গে দেয় কি না, সেটাই দেখার৷

Published by:Debamoy Ghosh

First published:

Tags: Australia, ICC World Cup 2023, South Africa

[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *