[ad_1]
আহমেদাবাদ: আইসিসি ওয়ানডে বিশ্বকাপে আবারও ভারতীয় দলের কাছে পরাজিত পাকিস্তান। টানা ৮ বার পাকিস্তান দলকে হারিয়ে বিশ্বকাপে জয়ের রেকর্ড বজায় রাখল টিম ইন্ডিয়া।
টস জিতে ব্যাট করতে নেমে ভারতের বিধ্বংসী বোলিংয়ে পাকিস্তানকে ১৯১ রানে অলআউট করে দেয় ভারত। পাল্টা ব্যাট করতে নেমে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার অর্ধশতকের সৌজন্যে মাত্র ৩০.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে এই ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া।
আরও পড়ুন- ঠিক যেন সৌরভ, দাদার জার্সি ওড়ানোর স্টাইলেই হাতে ধরা টি শার্ট ঘোরালেন বনবন করে
পাকিস্তান ভারতের বিরুদ্ধে ওয়ানডে বিশ্বকাপে আজ পর্যন্ত জিততে পারেনি। মহাম্মদ রিজওয়ান ও অধিনায়ক বাবর আজমের অর্ধশতকের সুবাদে পাকিস্তান মাত্র ১৯১ রান করে।
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের শোচনীয় পরাজয়ের পর ভাইরাল হচ্ছে বিরাট কোহলি ও বাবর আজমের একটি ভিডিও। ম্যাচের পর ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাটের কাছে টি-শার্ট চেয়েছিলেন বাবর।
কোহলি অটোগ্রাফ-সহ একটি টি-শার্ট দেন বাবরকে। ম্যাচ শেষ হওয়ার পর বিরাটের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন বাবর। সেই সময় তিনি তাঁর দলের এক বন্ধুকেও ডেকেছিলেন।
Babar asked for a signed Jersey from Kohli and got it. Fanboy moment for the Pakistan skipper pic.twitter.com/L3bYgScD7M
— Siddharth (@breakingbadass) October 14, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ICC World Cup 2023, IND vs PAK
[ad_2]
Source link