[ad_1]
: ভারত বনাম পাকিস্তান এই শব্দবন্ধটা উচ্চারণ হলেই বিশ্বজোড়া ক্রিকেটপ্রেমীরা কান খাড়া করে নেন৷ কবে, কোথায় , কখন৷ আসলে এই দুই চির প্রতিদ্বন্দ্বী দলের ক্রিকেটের লড়াইয়ের সম্পর্ক যেমন দুরন্ত পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক ঠিক উল্টো৷ ফলে নানা বাধা নিষেধে সেই খেলা একমাত্র আইসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ইভেন্টেই হয়৷ এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারত ১১৭ বল বাকি থাকতে ৭ উইকেটে পাকিস্তান বধ করে৷ Photo- AP
Source link