[ad_1]
আহমেদাবাদ: আসমুদ্র হিমাচল তাঁর কণ্ঠের মাদকতায় বুঁদ৷ গায়ক অরিজিৎ সিং শনিবার ভারত বনাম পাকিস্তান বিশ্বকাপের খেলার আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাজির দর্শকদের ফের একবার মন্ত্রমুগ্ধ করে দিলেন৷ অরিজিৎ, সুখবিন্দর সহ একাধিক শিল্পীরা টসের আগে ভক্তদের সামনে পারফর্ম করেন। তবে তাঁর পারফরম্যান্সের চেয়েও যেটা নজর কেড়েছে সেটা হল বিন্দাস অরিজিতের ছোট ছোট ভাইরাল ক্লিপ৷
অরিজিৎ ভারতের ‘বন্দে মাতরম’ ছাড়াও বেশ কয়েকটি হিট বলিউড নাম্বার শোনান৷ বিসিসিআই এবং আইসিসি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নেওয়ার পরে ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে প্রাক-ম্যাচ শো আয়োজন করেছিল।
তবে এদিন অরিজিৎ সিং ছিলেন বিন্দাস মেজাজে৷ তাঁকে নানা ছোট ছোট মজার মুহূর্তে পাওয়া যায়৷ তবে সবচেয়ে যে ভিডিও ভাইরাল হয়েছে সেটিতে অরিজিৎ সিংকে ঠিক সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্টাইলে দেখা গিয়েছিল৷ সৌরভ ২০০২ সালে লর্ডসের ব্যালকনিতে যেভাবে জার্সি ঘুরিয়েছিলেন ঠিক সেভাবেই এদিন পাকিস্তান ইনিংসে বাবর আজম আউট হতেই হাতে ধরা নীল জার্সি বনবন করে ঘোরান৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
[ad_2]
Source link