তিনদিন এক ঘরে, শৌচালয়ে যাওয়াও বারণ, বিয়ের পর এই নিয়ম মানা হয় এই জনজাতিতে – News18 Bangla Somoybulletin

[ad_1]

নয়াদিল্লি: এশিয়া মহাদেশের প্রতিটি দেশেই বিয়ের নানারকম আকর্ষণীয় নিয়ম কানুন মানার ইতিহাস আছে৷ তেমনই একটি অদ্ভুত নিয়ম মানার ইতিহাস রয়েছে ইন্দোনেশিয়ার একটি জনজাতির মধ্যে৷

তাঁরা বিয়ের পর নববিবাহিত স্বামী ও স্ত্রীকে তিনদিন ঘরে বন্দি করে রাখেন৷ অর্থাৎ তিনদিন ধরে ঘর থেকে বার হতে পারেন না নবদম্পতি৷ এমনকী শৌচালয়ে যাওয়ার বিষয়েও আছে নিষেধাজ্ঞা৷ বলা হয়, পরবর্তী জীবনে এই দম্পতির সুখের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়৷

এটি ইন্দোনেশিয়ার একটি জনজাতির মধ্যে এখনও সমান উদ্দীপনার সঙ্গে পালিত হয়৷ এই জনজাতির নাম টিডং৷ এই জনজাতির মানুষেরা মূলত কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন৷ এরা থাকেন ইন্দোনেশিয়ার উত্তরপূর্ব সীমান্তের বর্নিও অঞ্চলে৷ এটি ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার সীমান্ত এলাকায়৷ সেখানেই বিবাহের এই নিয়ম মেনে চলতে হয়৷ বিয়ের একটি সারাদিনের অনুষ্ঠান হয়, একটি পদযাত্রা হয়৷ সেই পদযাত্রার শেষে একটি ঘরে তিনদিন আটকে রাখা হয় নববধূকে৷ সেই সময় দম্পতিকে শৌচাগারেও যেতে দেওয়া হয় না৷

সেই তিনদিনের জন্য ওই ঘর পাহারায় থাকেন বেশ কয়েকজন৷ সেই সময়ে, ওই তিনদিন নবদম্পতিকে অল্প পরিমাণে খাবার ও জল দেওয়া হয়, যাতে তাঁদের শৌচাগারে যাওয়ার কোনও প্রয়োজন না পড়ে৷ পাহারাদারদের সেই দায়িত্বও থাকে, যাতে নবদম্পতি কোনওভাবে এই কাজে ফাঁকি না দেন, নিয়ম মেনে চলেন৷

Published by:Uddalak B

First published:

Tags: Viral News

[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *