[ad_1]
দিল্লি: প্রেম কোত্থেকে, কী ভাবে এসে ধরা দেয়, তা হয়ত অনেকেই বুঝতে পারেন না৷ তেমনই অস্ট্রেলিয়ার মহিলা বুঝতে পারেননি ঠিক কী ভাবে তাঁর কাছে এসে ধরা দিয়েছে প্রেম৷ তিনি খাবারের অর্ডার দিয়েছিলেন অনলাইন ফুড ডেলিভারি অ্যাপে৷ কিন্তু যিনি খাবার ডেলিভারি করতে আসবেন, তাঁর এক ফোনকলে জীবন পাল্টে যাবে, এমনটা ভাবতেও পারেননি অস্ট্রেলিয়া নিবাসী তানাতসা লুকাস৷ একটি ফোন কল ৩০ বছরের মহিলার জীবন একেবারে পাল্টে দিয়েছে৷
ওই মহিলা, মানে লুকাস একবার ফোনে সেই ডেলিভারি ম্যানের গলা শুনেছিলেন৷ আর তা শুনেই তিনি প্রেমে পড়েন৷ আর সেই থেকেই তাঁদের মধ্যে প্রণয়ের সম্পর্ক শুরু হয়৷ পাল্টে যায় দু’জনের জীবনই৷ ২০২০ সালে এই প্রথম দেখা হওয়ার মুহূর্ত আসলে দু’জনকেই মনে করিয়ে দিয়েছিল, এমনই হয় প্রেমের আগমন, একেবারে হঠাৎ৷ এই ডেলিভারি ম্যানের গলায় এতটাই মোহিত হয়েছিলেন লুকাস যে তিনি সরাসরি তাঁকে পরে ব্যক্তিগত ভাবে মেসেজ করেন ও জিজ্ঞাসা করেন তিনি সিঙ্গল কী না!
তার পর আর সময় নষ্ট করেননি দু’জনে৷ দিন দুয়েকের মধ্যেই তাঁরা দেখা করেন, এবং কথা বলেন, ডেটে যান৷ তাঁর তিন মাসের মধ্যে এই ডেলিভারে ম্যান কোরি লুকাসের সঙ্গে সন্তান ধারণ করেন গর্ভে৷ সেই ছেলের বয়স এক দুই, নাম আর্চি৷ অস্ট্রেলিয়ার ন্যাশনাল ডিজেবিলিটি ইনস্যুরেন্স স্কিমের কেস ম্যানেজার হিসাবে কাজ করেন তানাতসা৷ তিনি এতদিন বাদে স্মৃতিচারণা করতে গিয়ে বলছেন, কোরি ভীষণ সন্মানের সঙ্গে তাঁর সঙ্গে ফোনে কথা বলেছিলেন৷
তাঁর কথা ছিল ওই মহিলার অ্যাপার্টমেন্টের বাইরে ডেলিভারি দিয়ে যাওয়া৷ কিন্তু সে দিন, তানাতসার মনে হয়েছিল, তার সঙ্গে কথা বলা একান্তই প্রয়োজন৷ তবে এখ কোরি ডেলিভারির কাজ ছেড়ে দিয়েছেন, তিনি ট্রাক চালকের কাজ করেন৷ তিনি বলেছেন, তিনি ভীষণই খুশি হয়েছেন, সব কিছু ভাল করে শেষ হয়েছে, বিবাহ, সন্তান, সব মিটে দিয়েছে৷ এখন সুখে শান্তিতে ঘর করছেন তাঁরা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral News
Source link