‘সবার জন্য অলিম্পিকস’, আইওসি-এর উদ্বোধনে বার্তা নীতা আম্বানির – News18 Bangla Somoybulletin

[ad_1]

নয়াদিল্লি: আইওসি সদস্য নীতা আম্বানি ১৪১-তম পর্যায়ের আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)-এর অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিলেন৷ অনুষ্ঠানের সূত্রপাত করে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আগত অভ্যাগতদের স্বাগত জানান৷ তিনি বলেন, ‘অতিথি দেব ভব৷’ তিনি ভাষণে উল্লেখ করেন, বিশ্বের অভ্যাগতরা এক পবিত্র সময়ে ভারতে এসে হাজির হয়েছেন, সেই সময়টি হল ‘নবরাত্রী৷’

নীতা আম্বানি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে ভারত এক উল্লেখযোগ্য শক্তি হিসাবে উঠে এসেছে৷ তিনি বলেন, ‘আসুন, আমরা সকলে নিজেদের অলিম্পিকস আন্দোলনে নিয়োজিত করি৷’ পাশাপাশি তিনি উল্লেখ করেন, ‘অলিম্পিক সকলের কাছে, অলিম্পিক সবার জন্য৷’ পাশাপাশি তিনি বলেন, ‘আজ, সমস্ত অতীতের থেকেও বেশি করে পৃথিবীর সমস্ত প্রান্তের মানুষের বন্ধুত্ব ও সহমর্মিতায় যুক্ত হওয়া উচিত৷ সেটা কখনই যুদ্ধক্ষেত্রে হওয়া সম্ভব নয়, হওয়া সম্ভব ক্রীড়া ক্ষেত্রে৷’

আরও পড়ুন – অলিম্পিক এনে দিল সুযোগ, ক্রিকেটের সামনে খুলে যাবে বিশ্বের দরজা

আরও পড়ুন – IOC: ‘রাশিয়ার আইওসি সদস্যদের সঙ্গে সে দেশের সেনার কোনও যোগ নেই, ইউক্রেনের উপর হামলাকেও তাঁরা সমর্থন করেন না…’ দাবি আইওসির

এর পর আইওসি-এর প্রেসিডেন্ট থমাস বাখ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন৷ তিনিও সকলকে এই অনুষ্ঠানে স্বাগত জানান ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান এই গোটা আয়োজনের জন্য৷ তিনি বলেন, ‘বিভিন্ন পথে দ্রুত উন্নতি করে চলেছে ভারত৷ বিশ্বের থেকে সম্মান আদায় করে নিয়েছে৷ এমনকী অলিম্পিকসের খেলাগুলিতেও৷’

পাশাপাশি তিনি উল্লেখ করেন, ভারত সত্যিই এক প্রবল আশার দে হয়ে এ বারে আইওসি অনুষ্ঠান আয়োজন করছে৷ তিনি বলেন, ‘একটি দেশ, যে দেশ আসলে অসাধারণ এক ইতিহাস ও বৈচিত্রপূর্ণ বর্তমানকে ধারণ করে, সেই সঙ্গে রয়েছে দেশে অতিশক্তিশালী এক আত্মবিশ্বাস৷’ পাশাপাশি তিনি উল্লেখ করেন, এ বারের প্যারিস অলিম্পিকসে হয়ত এআই প্রযুক্তির নানারকম প্রয়োগ দেখা যাবে৷ এরা আগেই এই অনুষ্ঠানস্থলে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেখানে প্রেসিডেন্ট থমাস বাখ তাঁকে স্বাগত জানান৷ নীতা আম্বানি কালচারাল সেন্টারে এই বিপুল আয়োজনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷

Published by:Uddalak B

First published:

Tags: IOC, Mukesh Ambani, Nita Ambani

[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *